(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, February 20, 2013

ধর্মঘটে সংহতির বার্তা ধাতুশিল্পের শ্রমিক সংগঠনের



ধর্মঘটে সংহতির বার্তা ধাতুশিল্পের শ্রমিক সংগঠনের

সংবাদ সংস্থা

বাস্ক, ১৯শে ফেব্রুয়ারি— ভারতে শ্রমজীবীদের দু’ দিনের ধর্মঘটে সংহতি জানালো ধাতুশিল্পের আন্তর্জাতিক শ্রমিক সংগঠন। এক বিবৃতিতে ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল মেটাল-মাইনিং জানিয়েছে, দুনিয়ার অন্য অংশের মতো ভারতেও শ্রমিকশ্রেণীও অত্যন্ত অসুরক্ষিত। ক্ষুধা, দারিদ্র্য এবং বেকারী বাড়ছে। কাজের অনিশ্চয়তা বাড়ছে, জীবনধারণের খরচ বাড়ছে, শ্রমদিবস বাড়েছে, অথচ মজুরী কমছে। ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের মতোই ভারতেও শ্রমিক-বিরোধী কর্মসূচী নেওয়া হচ্ছে। এই অবস্থায় ভারতের ট্রেড ইউনিয়নগুলি দু’দিনের যে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে তা সফল হবে বলে আশাপ্রকাশ করেছে ঐ সংগঠন। বাস্কের ট্রেড ইউনিয়ন ল্যাবও সমর্থন জানিয়েছেন এই ধর্মঘটে। 

No comments:

Post a Comment