(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, March 27, 2013

ষোলো বিঘা অগ্নিকাণ্ডের মূল অভিযুক্তের জেল হেফাজত


GANASHAKTI

ষোলো বিঘা অগ্নিকাণ্ডের মূল অভিযুক্তের জেল হেফাজত

নিজস্ব সংবাদদাতা

মহেশতলা, ২৬শে মার্চ — সন্তোষপুরে ষোল বিঘা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ধৃত রফিক মোল্লাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিলো আলিপুর আদালত। মঙ্গলবার আলিপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পুলিস তাকে হাজির করলে বিচারক তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। মহেশতলা পৌরসভার চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল দাসের ঘনিষ্ঠ এই রফিক মোল্লা ষোল বিঘা বস্তিতে পরপর দু’বার আগুন লাগানোর ঘটনায় মূল অভিযুক্ত। প্রথমবার গত ২০শে নভেম্বর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত থাকলেও পুলিস তাকে গ্রেপ্তার করেনি। ১৬ই মার্চ ফের মহেশতলার সন্তোষপুরে ষোল বিঘা বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত হয় বস্তির ৭০০ ঝুপড়ি। বস্তির ক্ষতিগ্রস্ত মানুষজন এই অগ্নিকাণ্ডের ঘটনাতেও মূল অভিযুক্ত রফিক মোল্লা, স্থানীয় কাউন্সিলর দীপিকা দত্তসহ ১১জনের বিরুদ্ধে এফ আই আর করেন মহেশতলা থানায়। বস্তিতে আগুন লাগানোর ঘটনা ও বস্তি থেকে উচ্ছেদ করার চক্রান্তে যুক্ত দুলাল দাসের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বস্তিবাসীরা। অভিযুক্তদের পাঁচজনকে তাঁরা ধরে তুলে দিয়েছেন মহেশতলা থানার পুলিসের হাতে। রফিক মোল্লাকে নিয়ে মোট ৬জন গ্রেপ্তার হলো। বাকিরা এখনও অধরা রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের আড়াল করার অভিযোগ তুলেছেন দুলাল দাসের বিরুদ্ধে। 


No comments:

Post a Comment