(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 15, 2013

আইনজীবীকে মারধর করলো তৃণমূলী দুষ্কৃতীরা


আইনজীবীকে মারধর করলো তৃণমূলী দুষ্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা

বারাসত, ১৪ই মার্চ — সরকারী খাসজমিকে সার্চিং করে ‘খাসজমি নয় বলে’ সার্টিফিকেট দিতে হবে। তাতে রাজি হননি আইনজীবী মানস মিত্র। শুরু হয় তর্কাতর্কি। এরপর মধ্যমগ্রামের তৃণমূলী দুষ্কৃতী সনু, বিকাশ সাহাসহ তিনজন মিলে আইনজীবীকে প্রচণ্ড মারধর করে। ঘটনাস্থলে চলে আসেন অন্যান্য আইনজীবীরা। দুষ্কৃতীদের ধরে পুলিসের হাতে তুলে দেন। আইনজীবী মানস মিত্রকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বারাসত কোর্ট চত্বরে। অভিযোগ, মধ্যমগ্রামের জমির কারবারি, ৩ দাগী দুষ্কৃতী আইনজীবী মানস মিত্রের চেম্বারে আসে। তাদের বেআইনী কাজের আবদার না রাখার কারণে ঘটে এই ঘটনা। দিনের আলোয় ঘটে যাওয়া এই ঘটনায় গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বারাসত জেলা আদালতের সমস্ত আইনজীবীরা।


No comments:

Post a Comment