(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 15, 2013

১কোটি ১৩ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ তৃণমূলী প্রধানের বিরুদ্ধে

১কোটি ১৩ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ তৃণমূলী প্রধানের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা

শামুকতলা, ১৪ই মার্চ — তৃণমূল কংগ্রেস পরিচালিত মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠলো। ১৭টি কাজের জন্য বরাদ্দ ১কোটি ১৩লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এন আই টি নম্বর ৫ অনুযায়ী কাজের বরাত পাবার জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে টেন্ডার ডাকা হয়। বিভিন্ন জায়গায় এই টেন্ডার সংক্রান্ত নোটিস দেবার কথা থাকলেও, নোটিস দেওয়া হয়নি। কোন দৈনিক সংবাদপত্রেও দেওয়া হয়নি। শুধুমাত্র কাগজপত্র বিভিন্ন অফিসে জমা করা হয়েছে। টেন্ডারের নোটিস নোটিসবোর্ডেও যেন কারো নজরে না আসে তারজন্য এই গ্রাম পঞ্চায়েত প্রধানের পছন্দের ঠিকাদাররা নোটিসটি আটকে দেয় বলে অভিযোগ। সি পি আই (এম)-র আলিপুরদুয়ার উত্তর লোকাল কমিটির সম্পাদক শচীন রায় জানান, স্বজনপোষণের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে এই গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বিডিও-র কাছে অভিযোগ জানানো হয়েছে। আলিপুরদুয়ার ২-র বিডিও সজল তামাঙ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে।

No comments:

Post a Comment