(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Sunday, April 28, 2013

CBI ENQUIRY INTO SARADHA SCAM: সারদা কাণ্ডে সি বি আই তদন্তের দাবিতে সোচ্চার মহিলারা|


সারদা কাণ্ডে সি বি আই তদন্তের দাবিতে সোচ্চার মহিলারা|

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

পুরুলিয়া, ২৭শে এপ্রিল — পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পুরুলিয়া জেলা কমিটির ডাকে শনিবার চিট ফান্ডের আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরতের দাবিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পুরুলিয়া জুবিলী ময়দানে জেলা সমাবেশ হয়।

পুরুলিয়ার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। কাঠফাটা রোদ্দুরের মধ্যেই বেলা তিনটের সময় মহিলা সমিতির ফ্ল্যাগ-ফেস্টুন সহকারে এক বিশাল দৃপ্ত মিছিল পুরুলিয়া শহর পরিক্রমা করে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে এক সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পুরুলিয়া জেলা সম্পাদিকা সাম্যশান্তি মাহাতো, জেলার প্রবীণ মহিলা নেত্রী সাম্যপিয়ারী মাহাতো, পুরুলিয়ার সভাধিপতি বিলাসীবালা সহিস প্রমুখ। সভানেত্রী ছিলেন মহিলা সমিতির পুরুলিয়া জেলা সম্পাদিকামণ্ডলীর সদস্যা উমারানী বাউড়ি। মিছিল পোস্ট অফিস মোড়, চকবাজার, করণী ধর্মশালা মোড়, ওল্ড পুলিস লাইন, এম এস এ, বড়হাটের মোড় হয়ে ট্যাক্সি স্ট্যান্ডে সমাবেশ হয়। স্লোগান ও দাবিগুলি যথাক্রমে, অবিলম্বে পঞ্চায়েত নির্বাচন করতে হবে, চিট ফান্ডের সরকার আর নেই দরকার, চিট ফান্ডের সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সি বি আইকে দিয়ে সারদা কাণ্ডের তদন্ত করতে হবে, চিট ফান্ডের আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে, বিধবা-বার্ধক্য-অক্ষমভাতা সমেত অন্যান্য সরকারীভাতা নিয়মিত দিতে হবে, প্রতিদিন মহিলাদের উপর নির্যাতন বাড়ছে কেন মহিলা মুখ্যমন্ত্রী জবাব দাও, ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের হত্যার বিচারবিভাগীয় তদন্ত করতে হবে, মহিলাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, কৃষি ফসলের লাভজনক দাম দিতে হবে, দ্রব্যমূল্যবৃদ্ধি রোধ করতে হবে, সরকারী দপ্তরে শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে ইত্যাদি।

নেত্রীবৃন্দ বলেন, ২৩ মাসের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্য নারী নির্যাতনে প্রথম স্থান অধিকার করেছে এবং ধর্ষণে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় স্থানে। মহাজনী ঋণের দায়ে ফসলের লাভজনক দাম না পেয়ে রাজ্যে ৭৯জন কৃষক আত্মহত্যা করেছে। ছাত্রছাত্রী, শিক্ষক সমাজ সবাই আক্রান্ত। রাজ্যে অবাধে গণ-টোকাটুকি চলছে। হাজার-হাজার মানুষ এলাকা ছাড়া। রাজ্যে চিট ফান্ডের আমানতকারীরা টাকা ফেরত না পেয়ে সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা করছে। সারদা কাণ্ডের তদন্ত সি বি আই-কে দিয়ে করাতে হবে।

No comments:

Post a Comment