(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, June 29, 2013

অবরুদ্ধ শাসনে তৃণমূলী দখলদারির মধ্যে একদিনও প্রচার করতে না পারায়, জেলা পুলিসসুপারকে জানিয়েই বৃহস্পতিবার শাসনে বামফ্রন্টের জেলা পরিষদের প্রার্থী আসফ নূরী বেগমের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মহিলা নেতৃবৃন্দ। পুলিস জানতো। এমনকি যখন প্রকাশ্যে রাস্তায় তৃণমূলী দুষ্কৃতীরা বামপন্থী মহিলা নেতৃত্বের ওপর হামলা চালাচ্ছে সে খবরও সময়মতই এসেছিল পুলিসের কাছে। শাসন বাজার থেকে মাত্র তিন কিলোমিটার দূরের পুলিস ফাঁড়ি তবুও পুলিস পৌঁছায়নি ঘটনাস্থলে। শুধু তাই নয়, যখন আক্রান্ত মহিলারা সেই পুলিস ফাঁড়িতে গিয়ে নিরাপত্তা চাইছেন সেই সময় পুলিসের ‘পরামর্শ’, বেশি দেরি করে লাভ নেই আপনারা বরং ফিরে যান। মমতা ব্যানার্জির পুলিসের এই নির্লজ্জ দলতন্ত্রের চেহারাই বৃহস্পতিবার ফের স্পষ্ট হয়েছে শাসনের ঘটনায়। ‘‘ওরা চুলের মুঠি ধরে আমাদের মহিলাদের মারধর, গাড়ি ভাঙচুর করে। চারদিকে সবাই ছুটে পালাতে থাকেন। সে সময় রমলা চক্রবর্তী আমিনপুরের ঐ পুলিস ফাঁড়িতে গিয়ে পুলিসকে সব জানান। উলটে তখন পুলিস বলেছে, আপনারা এখানে এসেছেন তা দেখছে তৃণমূলের লোকজন। আপনারা তাড়াতাড়ি ফিরে যান। এরপর কিছু হলে আমরা দায়িত্ব নিতে পারবো না।’’ বলছিলেন মহিলা নেত্রী রেখা গোস্বামী।

Ganashakti


No comments:

Post a Comment