(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, June 29, 2013

রাজ্যের সাম্প্রতিক নানা ঘটনাকে কেন্দ্র করে যে সব প্রতিবাদ বিক্ষোভ ধ্বনিত হচ্ছে তাকে মিডিয়ার একাংশ রাজনীতিবর্জিত দেখতে ভীষণভাবে ইচ্ছুক। এইসব মিডিয়া এবং তাদের তাত্ত্বিক উপদেষ্টারা চাইছে যেকোন অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষের প্রতিবাদে যেন রাজনীতির ছোঁয়া না থাকে। একাংশ বুদ্ধিজীবী আছেন যারা রাজনীতিকে পছন্দ করতে পারেন না। এমন একটা ভাব দেখান যেন রাজনীতিই যত নষ্টের মূলে। অরাজনৈতিক স্বতস্ফূর্ততা দিয়েই সব সমস্যার সমাধান করে দেওয়া যায়। বাস্তবে কোথাও তেমন ঘটেছে বা ঘটছে বলে কোন নমুনা এইসব অরাজনীতিপ্রেমীদের গোচরেও নেই। কামদুনির ঘটনাসহ রাজ্যজুড়ে মহিলাদের ওপর যে বর্বরতা সংঘটিত হয়েছে এবং রাজ্যে যে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে তার বিরুদ্ধে কলকাতায় এক অভূতপূর্ব মহাপ্রতিবাদ কর্মসূচীর মধ্যে এইসব মিডিয়া এবং বোদ্ধারা প্রতিবাদের ব্যাপ্তি ও গভীরতার সন্ধান না করে খুঁজতে বেরিয়েছে রাজনীতির গন্ধ। এটা আর যাইহোক গণতান্ত্রিক মূল্যবোধের অভিব্যক্তি হতে পারে না।

Ganashakti


No comments:

Post a Comment