(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, August 29, 2013

সিপিএমের এক প্রাক্তন কাউন্সিলরের বাড়ির দেওয়ালে লেখা নিয়ে সিপিএম এবং তৃণমূলের মধ্যে গোলমাল বাধল বর্ধমানের ১০ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী রামেন্দ্রসুন্দর মণ্ডল ও দলের প্রাক্তন কাউন্সিলর অধিক্রম সান্যালকে তৃণমূলের লোকজন মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, অধিক্রমবাবুরাই তাদের কর্মীদের উপরে চড়াও হন। এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করা হয় বলেও বর্ধমান থানায় দায়ের করা অভিযোগে জানিয়েছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে এ দিন বিকেলে সিপিএম ওই ওয়ার্ডে একটি মিছিল করে। তাতে যোগ দেন দলের জেলা সম্পাদক অমল হালদার, বর্ধমান শহর জোনাল সম্পাদক তাপস সরকার, প্রাক্তন পুরপ্রধান আইনূল হক প্রমুখ। ওই ওয়ার্ডেই তখন তৃণমূলের একটি সভার প্রস্তুতি চলছিল। সিপিএমের মিছিল সেখান দিয়ে পেরোনোর সময়ে দু’পক্ষই স্লোগান দিতে থাকায় নতুন করে অশান্তির আবহ তৈরি হয়। তবে পুলিশ থাকায় পরিস্থিতি আয়ত্তের বাইরে যায়নি। সন্ধ্যা পর্যন্ত ওই ওয়ার্ডে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আনন্দবাজার পত্রিকা - বর্ধমান


No comments:

Post a Comment