(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Sunday, April 28, 2013

SUDIPTA GUPTA: বর্ধমান, বহরমপুরে শহীদ ছাত্রনেতাকে স্মরণ প্রতিবাদের ভাষা হয়েই বেঁচে থাকবে শহীদ সুদীপ্ত|


বর্ধমান, বহরমপুরে শহীদ ছাত্রনেতাকে স্মরণ প্রতিবাদের ভাষা হয়েই বেঁচে থাকবে শহীদ সুদীপ্ত|

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

বর্ধমান, ২৭শে এপ্রিল — সুদীপ্তকে হত্যা করলেও তাঁর আদর্শকে খুন করা যাবে না। সে প্রতিবাদের ভাষা হিসাবেই ছাত্র সমাজের হৃদয়ে বেঁচে থাকবে। শনিবার বর্ধমান টাউনহলে পুলিসী হেফাজতে শহীদ কমরেড সুদীপ্ত গুপ্তকে স্মরণ করে একথা বলেছেন প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতা পার্থ মুখার্জি।

এদিন সুদীপ্ত’র খুনের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে কনভেনশনে এছাড়াও বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্রনেতা অপূর্ব চ্যাটার্জি, সংগঠনের জেলা সম্পাদক দীপঙ্কর দে, সভাপতি সুব্রত সিদ্ধান্ত। শোক প্রস্তাব পাঠ করে প্রীতি মাহাতো।

এদিন সুদীপ্ত গুপ্ত’র হত্যার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কনভেনশনে ছাত্ররা যাতে না আসতে পারে তাঁর জন্য বিভিন্ন অঞ্চলে হামলা ও হুমকির মুখে পড়তে হয় ছাত্রদের।

কনভেনশনে পার্থ মুখার্জি বলেন, সুদীপ্ত’র এই হত্যাকাণ্ড পাহাড় থেকে সাগর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। গণতন্ত্রের দাবিতে জীবন দিয়ে বাংলার সামনে প্রশ্ন উঠে এসেছে, কেন হত্যা করা হলো সুদীপ্তকে? মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ‘তুচ্ছ ঘটনা’ বলেছেন, কিন্তু রাজ্যের মানুষ বলছেন এটা কোন্‌ গণতন্ত্র? তিনি বলেন, ছাত্ররা যাতে সকলের জন্য কাজ ও শিক্ষা এই দাবিতে সোচ্চার হতে না পারে তার জন্যই ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করার কথা বলা হচ্ছে।

অপূর্ব চ্যাটার্জি বলেন, সুদীপ্ত আদর্শের প্রতীক, বাংলার লড়াইয়ের মুখ, ছাত্রদের কাছে প্রেরণার। সমাজতন্ত্রের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে তাঁকে খুন হতে হলো। গণতন্ত্র ও ছাত্র সংসদের অধিকার রক্ষার জন্য এই শহীদকে মনে রাখবেন বাংলার মানুষ। নীরবতা পালন করে নয়, রাস্তায় নেমেই ছাত্র সমাজকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই চালাতে হবে।

SUDIPTA GUPTA: শহীদ ছাত্রনেতা সুদীপ্ত আজ গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা|


শহীদ ছাত্রনেতা সুদীপ্ত আজ গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা|

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

বহরমপুর ২৭শে এপ্রিল — স্মরণে শপথে সুদীপ্ত- এই শিরোনামে শনিবার বহরমপুরে ভারতের ছাত্র ফেডারেশনের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে এক স্মরণসভার আয়োজন করা হয় বহরমপুর ঋত্বিক সদনে। এর সাথে সাথেই পাশে পি আর সি-র জেলা কার্যালয়ে ছাত্রদের একটি রক্তদান শিবিরে ৪৫ জন রক্ত দেন।

স্মরণসভায় বিভিন্ন বক্তারা বলেন শহীদ সুদীপ্ত গুপ্ত আজ আর কোন নাম নয়, সুদীপ্ত আজ প্রেরণা গণআন্দোলনের। একা সুদীপ্ত হাজার হাজার মানুষকে পথে নামিয়েছে। রাজ্যজুড়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তাতে প্রতিবাদ আর প্রতিরোধের ভাষা জুগিয়েছে। রাজ্যে পরিবর্তনের সরকার আসার পর যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে পঙ্গু করা হচ্ছে তার বিরুদ্ধে সবসময় সরব ও সোচ্চার ছিল সুদীপ্ত। তাই এদিনের স্মরণসভায় উপস্থিত প্রতিটি ছাত্রছাত্রীদের এর বিরুদ্ধে সরব ও সোচ্চার হয়ে প্রতিবাদ ও প্রতিরোধে পথে নামার আহ্বান করা হয়।

স্মরণসভায় বক্তব্য রাখেন এস এফ আই-র রাজ্য সম্পাদক দেবজ্যাোতি দাস, জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান, ডি ওয়াই এফ আই-র রাজ্য সম্পাদক জামির মোল্লা, এ আই এস বি-র পক্ষে অর্কপ্রভ গাঙ্গুলি, পি এস ইউ-র নিমাই দাস ও ছাত্রনেতা যোশেফের বাবা আজাদ হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। সুদীপ্তর স্মরণে কবিতা পাঠ করেন স্মরণ দত্ত, গান করেন তিস্তা সান্যাল ও সায়ন্তন সেন। এদিন গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে যোশেফ হোসেনের চিকি‌ৎসার জন্য পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয় এস এফ আই নেতৃত্বের হাতে।

SEBI MAY GET GREATER POWERS TO CHECK MONEY-POOLING FRAUDS-PTI


SEBI MAY GET GREATER POWERS TO CHECK MONEY-POOLING FRAUDS-PTI

New Delhi, Apr 27 (PTI) Market regulator Sebi may get greater powers to check money-pooling frauds by various entities across the country, as the government is considering a major overhaul of regulations governing such schemes.

The proposed critical amendments to the securities laws, would also involve the capital markets regulator getting direct powers for attachment of properties, search and seizure of assets and powers to seek information from any entity in relation to its probes against erring persons and entities.

The amendments could be made to a host of regulations, including the Sebi Act, the Securities Contracts (Regulation) Act and the Depositories Act, a senior official said.

As a result, Sebi could be given powers for overall regulation and oversight of all kinds of money-pooling activities and the definition of Collective Investment Schemes would be expanded to include all kinds of activities involving collection of Rs 100 crore or more public money, he added.

While CIS operations already come under Sebi's jurisdiction, many companies try to challenge the regulator's actions taking advantage of loopholes in the existing norms and on the grounds of multiplicity of regulators.

The official said that Sebi has been given assurance by the government that the regulations would be amended soon.

While proposals to these effects are being pursued by Sebi for almost four years now, a strong need to push with these changes has been felt in the recent months in the wake of a long-running tussle between Sebi and Sahara group.

The recent developments involving an alleged defrauding of lakhs of investors by West Bengal-based Saradha group and other entities in the state have further underscored the need to change the regulations to give greater powers to Sebi.

MARTYR COMRADE SUDIPTO GUPTA: THE SPEARHEAD OF STRUGGLE FOR DEMOCRATIC RIGHTS IN THE CAMPUSES!


MARTYR COMRADE SUDIPTO GUPTA: THE SPEARHEAD OF STRUGGLE FOR DEMOCRATIC RIGHTS IN THE CAMPUSES!

2013-04-27


From India News Network (INN)

New Delhi, April 27: Students’ Federation of India (SFI) Central Executive Committee has issued the following statement.

Observe 2nd May as Martyr Comrade  Sudipto Gupta Day throughout the Country!

2nd May will mark one month since the cold blooded murder of our beloved Comrade Sudipto Gupta in Kolkata. The series of events since then clearly reflect the values for which Sudipto Gupta laid down his life. The mass upsurge of anger and grief transcended the boundaries of the state in which he lived, and today he has joined the ranks of those young men and women who in the course of our history have been murdered by the ruling classes, just because they dared to dream of a better world, a world free of exploitation.

There were popular protests throughout the country demanding independent judicial probe into the murder, but this demand is yet to be realized. Police has failed to submit its report to the State Human Rights Commission and the entire state machinery of the state of West Bengal seems to be acting as the arm of the ruling party. Situation in the state has only worsened further, with a campaign of vicious terror being unleashed in West Bengal .Trinamool supporters have been on the rampage across the State and more than1500 offices of the Left parties and student organization have been attacked, vandalized and set on fire.

 Presidency University was vandalized, students and teachers were indiscriminately attacked and the century-old Baker laboratory was damaged by the Trinamool goons who barged into the campus.

  A first year student and SFI activist Comrade Santosh Sahani  of the Surya Sen College in Siliguri was jailed just because he participated in a rally against the Trinamool terror and in spite of being in emotional trauma; his leg was tied in fetters on the hospital bed, an act of medieval barbarism. Entire state is today moving towards a humanitarian crisis, with the ruling party ready to curb every single voice of dissent. Comrade Santosh was in the same bus in which Comrade Sudipto was also there after arrest on 2nd April. He is the eye witness of the murder of Comrade Sudipto.

It is in this context that Sudipto’s martyrdom becomes even more relevant. He died fighting for the restoration of campus democracy in West Bengal, and today when we pledge to carry forward his legacy then it can be only through the further intensification of the struggle of democratic rights in West Bengal as well as in the entire country.

 Students across the campuses have been fighting for their democratic rights which have been continuously denied by the governments. Lyngdoh Committee which professed to cleanse student politics of ‘money and muscle power’ has been actually used to curb student activism in the campuses and the ‘mandatory provision of student union elections’ have been religiously violated by one state government after another.

In the last two decades of neo-liberal reforms, ruling classes have systematically acted to depoliticize the campuses; but instances such as the large scale participation of students and youth after the Delhi Gang rape expose their biggest fear. Infiltration of the non-students by the ruling class political parties has repeatedly been used to label the genuine democratic aspirations as potential threat to the academic environment (as seen in Jamia Millia Islamia, BHU and Allahabad University among many others).

 The fight for campus democracy in essence is simultaneously a struggle against the neo-liberal model of education. And as Sudipto’s death had taught us the fight for the democratic rights of one section of society in essence is also the struggle for the democratic rights of all the sections of society.

When on the 2nd May one Month will have passed since the starry eyed comrade was snatched away from us, it is our foremost duty to intensify the struggle for campus democracy in the campuses across the country.


Today Sudipto Gupta has emerged as the spearhead of struggle for democratic rights in the campuses of the country and in the one month since his death, our experience has taught us that this struggle is going to be a hard fought one. Central Executive Committee of the Students’ Federation of India calls upon all its state units to observe 2nd May as Martyr Comrade Sudipto Gupta Day. The clarion call of 2nd May will be-

Martyr Comrade Sudipto Gupta: The spearhead of struggle for democratic rights in the campuses!


The just and legitimate demand for an independent judicial probe into the murder of our beloved Comrade will be voiced throughout the campuses in the country. Through concrete struggles we will remain true to the memory of our brave Comrade.



UNAUTHORISED FUND COLLECTIONS HAS TO BE CURBED, SAYS PM – PTI


UNAUTHORISED FUND COLLECTIONS HAS TO BE CURBED, SAYS PMPTI

 

Prime Minister Manmohan Singh on Saturday stressed on curbing unauthorised chit fund activities like the one involving Saradha Group in West Bengal.

“The unauthorised collection of deposits in exchange for the promise that exorbitant rate of return will be given, this is something which has to be curbed,” Dr. Singh told reporters in the Rashtrapati Bhavan in New Delhi.


He was responding to media queries on the Saradha chit fund scam which has allegedly defrauded thousands of depositors.


The Central government has already announced an SFIO (Serious Fraud Investigation Office) probe into the functioning of Kolkata-based Saradha Group and other such entities which are involved in chit fund business.
Stock market regulator SEBI is also investigating illegal money-pooling activities of such groups.


The preliminary probe into Saradha Group and other entities show that West Bengal and North-eastern states have become the favourite hunting grounds of companies engaged in illegal money collection activities through chit fund route.


A special task force has been set up under the SFIO to carry out all investigations into such companies, the Corporate Affairs Ministry had said on Thursday.


The probe follows after massive protest against alleged duping of lakhs of investors by Saradha Group through their chit-fund and other money-pooling activities in West Bengal.


The Corporate Affairs Ministry had said the Task Force will coordinate with other law enforcement agencies and regulators wherever required, in its investigations.



RS 500 CR FUND BAD IN LAW, SEALING OF ALL PONZI COS DEMANDED-PTI


RS 500 CR FUND BAD IN LAW, SEALING OF ALL PONZI COS DEMANDED-PTI

                Kolkata, Apr 27 : Forum for Integrated National Security (FINS), a CBDT approved NGO, today said that the relief fund set up by the West Bengal government for defrauded Saradha Group investors was against the law.

                In a statement FINS said that the plan by the state government to form a Rs 500 crore fund to compensate depositors through raising taxes would be against the principles of law.

                "Technically, both the company and the depositors in such cases have acted illegally. Any tax collection to compensate the depositors for such acts is against principles of law as law allows the government to mobilise public money only in cases of compensating for national calamity, riots and wars," FINS Bengal chapter chairman Ashok Ghosh said.

                He also said that going ahead with a new law to curb these companies was like giving time to them to siphon off funds or allow them to escape.

                He demanded sealing of 73 companies being termed chit funds to protect the interest of depositors.

                "We demand immediate sealing and taking action against all 73 operating ponzi scheme companies termed as chit-funds operating in the state to protect the interest of depositors. The fallout from one case is before us," Ghosh said.

MAMATA'S GOVERNMENT IS SARADHA'S GOVERNMENT: পরিবর্তিত সরকার, সারদা’র সরকার


পরিবর্তিত সরকার, সারদা’র সরকার

মৃদুল দে

কার সরকার? সারদা’র। বৃহস্পতিবার জাতীয় স্তরের এক ইংরেজি দৈনিকের শিরোনামা : সরকার ‘মা মাটি মানুষ, সারদা’র ...’ সঙ্গে আরেক শিরোনামা ‘মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন তৃণমূল-সারদা’র সম্পর্ক চাইলেই উড়িয়ে দেওয়া যায় না’। কলকাতার স্টক এক্সচেঞ্জের কয়েকজন শীর্ষকর্তার হিসাবে, ‘সারদা’র অর্থনৈতিক সাম্রাজ্য ১৭ হাজার কোটি টাকার’। সারদা’র মত ৬০টি ভুয়ো সংস্থা পশ্চিমবঙ্গে এখনও এই ধরনের লেনদেনের ব্যবসায় লিপ্ত। সব মিলিয়ে ১০ লক্ষ কোটি টাকা জড়িত। গত দু’বছরেই এদের রমরমা ব্যবসা। ভারতের সেরা কেলেঙ্কারিগুলির মধ্যে সারদা-তৃণমূল কেলেঙ্কারি প্রথম সারিতে স্থান করে নিতে পেরেছে। দু’বছরে পরিবর্তনের রেকর্ড। 

ভারতে যে সব দুর্নীতি-কেলেঙ্কারির সঙ্গে অ-বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত কংগ্রেস, বি জে পি এবং আঞ্চলিক দলগুলি জড়িয়ে পড়েছে, তার মধ্যে আছে টু জি স্পেকট্রামের লাইসেন্স বণ্টন। সরকারী সংস্থার হিসাবে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা সরকারী রাজস্বের ক্ষতি হয়েছে। ডি এম কে’র এক মন্ত্রী ও এক সাংসদ এবং কয়েকজন উচ্চপদস্থ অফিসার জেল খেটে এখন জামিনে। সংসদের চলতি অধিবেশন এখন তোলপাড় এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ডি এম কে’র ঐ প্রাক্তন মন্ত্রীর পেশ করা রিপোর্টে প্রধানমন্ত্রীর অফিসের জড়িত থাকার অকাট্য প্রমাণাদি নিয়ে। দ্বিতীয়ত, ঘুরপথে বেসরকারী কোম্পানিগুলিকে কয়লার ব্লক বিক্রি-বাঁটোয়ারার ক্ষেত্রে ১.৮৭ লক্ষ কোটি টাকার দুর্নীতি। প্রধানমন্ত্রীর এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে এবং সংবাদপত্রে তার নথিপত্র ফাঁস হয়েছে। তদন্তকারী সংস্থা সি বি আই প্রধানমন্ত্রীর দপ্তরকে বাঁচাতে গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারা তিরস্কৃত হয়েছে। আদালত এবং সংসদ এ নিয়ে এখন উথাল-পাতাল। তিন, ২০১০ সালের কমনওয়েলথ গেমস কেলেঙ্কারিতে অভিযুক্ত কংগ্রেসী সাংসদ ও অফিসাররা জেল খেটে এসেছেন। চার, বিভিন্ন কেন্দ্রীয় সরকারী দপ্তরের সহায়তা নিয়ে ২০ হাজার কোটি টাকার ভুয়ো স্ট্যাম্প পেপার বিক্রির তেলগি-কেলেঙ্কারি দাগ এখনও মোছেনি। পাঁচ, কেন্দ্রীয় সরকারের নাকের ডগায় সত্যম কম্পিউটার সার্ভিস কোম্পানির গায়েব করা ১৪ হাজার কোটি টাকার ঘা এখনও শুকোয়নি। ছয়, সুইডেনের অস্ত্র নির্মাতা বোফর্স থেকে রাজীব গান্ধীর আমলে ১৭৫০ কোটি টাকার ঘুষ লেনদেনের কেলেঙ্কারি অনেক চেষ্টা করেও এখনও পর্যন্ত চাপা দেওয়া সম্ভব হয়নি। এসম্পর্কে সম্প্রতি নতুন তথ্য ফাঁস হয়েছে। অনাবাসী ভারতীয় কোম্পানি হিন্দুজা এর সঙ্গে যুক্ত। সাত, ১৯৯৬ সালের ৯৯ কোটি টাকায় হাওয়ালা কেলেঙ্কারিতে (বর্তমান হিসাবে) কংগ্রেস, বি জে পি এবং অন্য কয়েকটি দলের শীর্ষনেতারা যুক্ত ছিলেন। বি জে পি আমলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। সংসদ বা দেশের মানুষ এখনও কোনও সদুত্তর পায়নি। এছাড়া আছে হর্ষদ মেহতা ও কেতন পারেখের ৫০০০ কোটি টাকার স্টক মার্কেট বা শেয়ার কেলেঙ্কারি, বি জে পি আমলের প্রতিরক্ষা সংক্রান্ত তথা কফিন কেলেঙ্কারি, কর্ণাটকে খনি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বি জে পি’র মুখ্যমন্ত্রীর জেল খাটার প্রসঙ্গ। তালিকায় আছে আরো অনেক। কিন্তু সবগুলিকে হারিয়ে প্রায় শীর্ষস্থানে এরাজ্যের চিট ফান্ড কেলেঙ্কারি। তবে যথেষ্ট মানানসই পরিবর্তনকামী রাজ্যের শাসকদল ও তার পরিচালিত সরকারের চরিত্রের সঙ্গে।

তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের দু’বছর পূর্ণ হতে চলেছে। এক বছর পূর্ণ হতে না হতেই মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, শতকরা ১০০ ভাগ প্রতিশ্রুতি কার্যকর হয়ে গেছে; পাঁচ বছরের কাজ এক বছরেই হয়ে গেছে। দু’বছর পূর্ণ হওয়ার আগের এক মাস চাঞ্চল্যকর ঘটনার পর ঘটনায় ঠাসা। ৩১শে মার্চ, রবিবার ৪৫ লক্ষ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার পরীক্ষার্থীরা হাড়ে হাড়ে টের পেয়েছেন অরাজক অবস্থা কাকে বলে। দু’দফায় পরীক্ষার পর এই তৃতীয় দফার পরীক্ষায় নাজেহাল হয়েছেন এবারের ‘টেট’ পরীক্ষার্থীরা। এর আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁস সহ বেনিয়মের অনেক ঘটনা ঘটেছে। বামফ্রন্ট সরকারের ৩৪ বছরে যা ঘটেনি, তা-ই ঘটছে। পরিবর্তন বৈকি। শুধু কি পরিবর্তন? চাঞ্চল্যকর পরিবর্তন!

বামফ্রন্ট সরকার ক্ষমতাসীন হওয়ার আগে পঞ্চায়েত বলে কিছুই ছিল না। পৌর নির্বাচনের ঠিক-ঠিকানা ছিল না। সমবায়, স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের কোনও বালাই ছিল না। বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে গ্রামীণ জনগণের নির্বাচিত পঞ্চায়েত গড়তে আইনের আমূল সং‍‌শোধন করে এবং এক বছরের মধ্যেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতা ও আর্থিক সহায়তা দিয়ে পঞ্চায়েতী ব্যবস্থাকে শক্তিশালী করা হয়। পৌর, সমবায়, শিক্ষায় আইন সংশোধন করে গণতন্ত্রের সম্প্রসারণ ও নির্বাচিত সংস্থা গঠনের ব্যবস্থা করা হয়। পাঁচ বছর পর পর পৌর ও পঞ্চায়েত সহ নির্দিষ্ট সময়ে অন্যান্য সংস্থাগুলির নির্বাচন সুনিশ্চিত করা হয়। বামফ্রন্ট আমলে কখনও এর ব্যতিক্রম হয়নি। বিরোধীরাও নির্বিঘ্নে এবং মর্যাদার সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনের পরে ‘পরিবর্তনে’র নতুন সরকার সব কিছুই বদলে দেয়। পঞ্চায়েত নির্বাচন না করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে প্রকাশ্য সংঘাতে আসে। এই সংঘাতের মূল বিষয়, রাজ্য নির্বাচন কমিশনকে বাদ দিয়ে আইনকানুনকে তুচ্ছজ্ঞান করে পুলিস-প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার করে সরকারের বকলমে শাসক দলই নির্বাচন পরিচালনা করতে চায়। তার আগে কয়েক মাস ধরে ‘বিরোধীরা প্রার্থী পাবে না’, ‘সর্বত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসই জিতবে’ শাসক দলের নেতা ও মন্ত্রীদের এই হুঙ্কারের অর্থ পঞ্চায়েত নির্বাচনকে ছিনতাই করে নেওয়া। সরকারের একতরফাভাবে পঞ্চায়েত নির্বাচনের বেআইনী বিজ্ঞপ্তি জারির বিরুদ্ধে ১লা এপ্রিল নির্বাচন কমিশন শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়।

১লা এপ্রিলেই শিক্ষা দপ্তর সমস্ত বিদ্যালয়কে জানিয়ে দেয়, নির্বাচিত স্কুল পরিচালন কমিটি ভেঙে না দিলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এর আগে তৃণমূলের সশস্ত্র বাহিনী স্কুল কমিটি দখলের জন্য অসংখ্য হামলার ঘটনা ঘটায়। কলেজের ছাত্র সংসদ নির্বাচনে এই দুষ্কৃতীদের দখল করার অভিযান এমন পর্যায়ে পৌঁছয় যে গার্ডেনরিচে তৃণমূলী নেতার হাতে প্রকাশ্য দিবালোকে পুলিস খুন হয়ে যায়। এটাকে অজুহাত করে অপরাধীদের শাস্তি দেওয়ার পরিবর্তে কলেজ সংসদ নির্বাচনই সরকার বন্ধ করে দেয়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ২রা এপ্রিল বামপন্থী ছাত্র সংগঠনগুলি ছাত্র সমাবেশ ও আইন অমান্য কর্মসূচী পালন করে। পুলিসী হেফাজতে নিহত হয় ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত। গোটা রাজ্যজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বয়ে যায়। অনর্গল মিথ্যা বলায় ইতোমধ্যেই পারদর্শী মুখ্যমন্ত্রী পুলিসী হেফাজতে নিহত হওয়ার ঘটনাকে দুর্ঘটনা আখ্যা দিয়ে আরেক লজ্জাজনক নজির সৃষ্টি করেছেন। ৯ই এপ্রিল দিল্লিতে সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনা নিয়ে বিক্ষোভ চলার সময় পুলিসী ব্যবস্থা অগ্রাহ্য করে অর্থমন্ত্রী এবং অন্যান্যদের নিয়ে মুখ্যমন্ত্রী বিক্ষোভের মাঝখান দিয়ে যোজনা কমিশনের ভবনে ঢুকতে যান। কিন্তু অর্থমন্ত্রীকে ঘিরে হেনস্থার এক অবাঞ্ছিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই সেই অবাঞ্ছিত ঘটনার তীব্র নিন্দা করে সি পি আই (এম)। এই ঘটনাকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হুমকির মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গজুড়ে সি পি আই (এম)-র উপর হামলা ও সন্ত্রাসের প্ররোচনা দিতে হুমকি দেন, ‘‘সি পি এম-কে কে বাঁচায়, দেখে নেব’’। এই হুমকির জেরে কয়েকদিন ধরে রাজ্যজুড়ে সমস্ত জেলায় একযোগে পুলিসী নজরের মধ্যেই তৃণমূলী বাহিনী সি পি আই (এম) এবং বামপন্থীদের বিরুদ্ধে নৃশংস হামলা চালায়।

এই তৃণমূলী সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে রাজ্যজুড়ে অসংখ্য প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচী যখন চলছে, তখন অন্য এক ধরনের বিক্ষোভেও গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। তৃণমূলী সরকার, কয়েকজন মন্ত্রী, সাংসদ ও নেতার ছত্রছায়ায় দু’বছর ধরে সারদা গোষ্ঠীর চিট ফান্ড ভিত্তিক বিরাট আর্থিক কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ। সাধারণ মানুষের অর্থ লোপাট হয়েছে আনুমানিক ১৩ থেকে ১৭ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রী ও অর্থদপ্তরের জ্ঞাতসারেই সব ঘটে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তা এবং ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের শীর্ষ অফিসাররাও সরকারকে ব্যবস্থা নিতে বলে। এই রমরমা কারবারের কথা আগেই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের নজরে এনেছিল। বিধানসভায় বামফ্রন্টের বিধায়করা এই গুরুতর বিষয়ে আলোচনা করতে চেয়ে তৃণমূল বিধায়কদের হাতে আক্রান্ত হন এবং দু’জন জখম বিধায়ক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর চিট ফান্ড কেলেঙ্কারি বিস্ফোরিত হওয়ার মধ্য দিয়ে এই কেলেঙ্কারির প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা এবং সরকারকেও কেলেঙ্কারির নায়কদের অবাধে ব্যবহারের ঘনিষ্ঠ যোগসূত্র এজেন্ট এবং প্রতারিতদের কাছে এখন পরিষ্কার। এই কারণে মুখ্যমন্ত্রীর বাড়ি, তৃণমূল দপ্তর ও সারা রাজ্যজুড়ে লক্ষ লক্ষ প্রতারিতের বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়েছে। এই এক মাসেই এত কাণ্ড, প্রকাণ্ডতায় যা অতীতের কংগ্রেস শাসন বা এমনকি গত দু’বছরকেও ছাড়িয়ে গেছে। ‘পরিবর্তন’ বৈকি! প্রকাণ্ড ‘পরিবর্তন’! যত তৃণমূল-সারদা অশুভ আঁতাতকে ঢাকা দেবার চেষ্টা হচ্ছে, ততবেশি ভুল ও মিথ্যার বহরের মাত্রা রোজ বেড়ে চলেছে। আর সেইসঙ্গে গ্রাম ও গ্রামীণ গঞ্জ-শহরের প্রতারিত মানুষের ক্ষোভ-অসন্তোষের সীমাও ছাড়িয়ে যাচ্ছে।

রাজ্য সরকার যখন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তখন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা এবং রিজার্ভ ব্যাঙ্কের সাহায্য নিয়ে এই গুরুতর অর্থনৈতিক অপরাধের সবটা খুঁজে বের করা জরুরী প্রয়োজন। এই অর্থ উদ্ধার করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে রাজ্যকে মুক্ত করা এবং সাধারণ মানুষকে রক্ষা করাও জরুরী।

গত দুই-তিন দশক ধরে দুর্নীতি কেলেঙ্কারি ও এই ধরনের আর্থিক অপরাধ বৃদ্ধির পিছনে কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতিও কম দায়ী নয়। নিয়ন্ত্রক হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় অর্থদপ্তরের ‘সেবি’ দায়িত্ব পালন করেনি। আইনের ফাঁকে ২ কোটি বিনিয়োগকারীর ২৪,০০০ কোটি টাকা সাহারা কোম্পানি কামিয়েছে, সুপ্রিম কোর্ট তা‍‌ ফেরত দেবার নির্দেশ দিয়েছে। সরকার ও সরকারী তত্ত্বাবধানে ব্যাঙ্ক পরিষেবা বাড়ানোর বদলে কেন্দ্রীয় সরকার তা সঙ্কুচিত করেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি দেশের পরিকাঠামোগত উন্নয়ন এবং জনগণের স্বার্থরক্ষার পরিবর্তে ব্যবহৃত হয়েছে বড় বড় পুঁজিপতি ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষার জন্য। সারদা সংস্থার নাড়ি-নক্ষত্র জেনেও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ সাতটি সরকারী ঋণদাতা সংস্থা সারদা গোষ্ঠীকে ১৮০ কোটি টাকা ঋণ দিয়েছে। ব্যাঙ্কগুলির পুরো অর্থটাই এখন মার যাবে। বৃহৎ কোম্পানিগুলির কাছে ব্যাঙ্কের অনাদায়ী ঋণ হাজার হাজার কোটি টাকা, যা তামাদি হয়ে গেছে। আবার সরকার এদেরই কয়েক লক্ষ কোটি টাকা ভরতুকি দিচ্ছে। দেশের ১২০ কোটি মানুষের মধ্যে ১৭ কোটি লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। কিন্তু বেশিরভাগই অচল অ্যাকাউন্ট। ক্ষুদ্র সঞ্চয়কারী ও ঋণগ্রহীতারা দূর-দূরান্তের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন না। ৭০ ভাগ গ্রামে কোনও ব্যাঙ্ক পরিষেবা নেই। যেখানে আছে, সেখানেও মানুষ হয়রানির শিকার হন। সহজ শর্তে কৃষকদের ঋণদান ব্যবস্থাও প্রতীকী গোছের। এই অবস্থায় সুদখোর মহাজন, এই ধরনের ভুঁইফোঁড় সংস্থা এবং বেসরকারী সংস্থার প্রলোভনের ফাঁদে পা দিচ্ছেন গ্রামের লক্ষ লক্ষ মানুষ। সরকারী স্বল্প সঞ্চয় প্রকল্পের ৩৩ হাজার এজেন্ট মানুষের মধ্যে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, তাদের এবং বেকার যুবকদের প্রলোভন দিয়ে লোক ঠকানোর এই কাজে ব্যবহার করা হয়। ২০০৯ সালে কেন্দ্রীয় সরকারে তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ায় তাকে তৃণমূল নেতাদের জ্ঞাতসারেই প্রতারকরা অন্যান্য রাজ্যে ব্যবসা বাড়াতে ব্যবহার করে। এই প্রলোভনের দিকে ঠেলে দিতে রাজ্য সরকার যদি উৎসাহী হয়ে পড়ে ও সরকারকে ব্যবহারের সুযোগ যদি প্রতারক সংস্থাগুলি পায়, তাহলে অনায়াসে এই মৃত্যুফাঁদে জড়িয়ে যান সাধারণ মানুষ, যা বর্তমান তৃণমূলী রাজ্য সরকারের ক্ষেত্রে ঘটেছে। এর ফলে সরকারী স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি শুকিয়ে মরেছে এবং প্রতারক সংস্থায় জীবনের সর্বস্ব সঞ্চয় ঢেলে এই বিরাট সংখ্যক মানুষ নিঃস্ব হয়ে কাতরাচ্ছেন। উদারীকরণের ভক্তবৃন্দরা, যেমন মিডিয়া, কিছু অর্থনীতিবিদ ও তথাকথিত সমাজসেবী বুদ্ধিজীবী এই বিরাট বিপর্যয় দেখেও আরো উদারীকরণের পক্ষে সওয়াল করে যাচ্ছেন। গত দুই-তিন দশকে রাজনীতিক, উচ্চপদস্থ সরকারী মহল এবং বৃহৎ ব্যবসায়ীরা কীভাবে অশুভ জোট গড়ে তুলেছে, তার আরেকটি নজির সংযোজিত হলো সারদা-তৃণমূল কাণ্ডের মধ্য দিয়ে। ‘পরিবর্তনে’র নজির? — মোহগ্রস্তদের ভাববার সময় কি এখনও আসেনি?

CHIT FUND: চিট ফান্ডে সর্বস্বান্ত গরিবদের পাশে দাঁড়ানোর আহ্বান|


চিট ফান্ডে সর্বস্বান্ত গরিবদের পাশে দাঁড়ানোর আহ্বান|

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

ডায়মন্ডহারবার, ২৭শে এপ্রিল –চিট ফান্ডে সর্বস্বান্ত গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। তাঁদেরকে ঐক্যবদ্ধ করে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইকে আরও শক্তিশালী গড়ে তুলতে হবে। শনিবার এই আহ্বান জানিয়েছেন সি পি আই (এম) দক্ষিণ ২৪পরগনা জেলা কমিটির সম্পাদক সুজন চক্রবর্তী। ডায়মন্ডহারবার হাই স্কুলে পার্টিকর্মী- সমর্থকদের এক সভায় বক্তব্য রাখেন তিনি। সুজন চক্রবর্তী বলেছেন, গরিব মানুষের টাকা লুট হলো। এই টাকার বখরা নিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রীরা। পরিবর্তনপন্থী বিশিষ্ট বুদ্ধিজীবীরাও কোটি কোটি টাকা নিয়েছে। তৃণমূল কংগ্রেসকে পুষ্ট করেছে চিট ফান্ড। তৃণমূল কংগ্রেস আর সারদা গোষ্ঠীর মধ্যে কোন ফারাক নেই। বিধানসভা নির্বাচনে তৃণমূল বামফ্রন্টকে হটিয়েছে যাতে গরিব মানুষের টাকা লুট করতে পারে। তিনি বলেছেন, এই লুটের টাকার বখরা কোথায়, কোথায় কোন সম্পত্তি কেনা হয়েছে তা বের করতে হবে। ছবি বিক্রির ১কোটি ৮৬লক্ষ টাকাও মুখ্যমন্ত্রীকে ফেরত দিতে হবে। সব বের করতে হবে লুটের টাকার বখরা কারা কারা নিয়েছে। সভায় তিনি ছাড়াও বক্তব্য রাখেন সি পি আই (এম) নেতা ঋষি হালদার, সমর নাইয়া। সভা পরিচালনা করেন সুপ্রকাশ গুপ্ত। 

এদিকে, সি পি আই (এম) মগরাহাট জোনাল কমিটির ডাকে পঞ্চায়েত ও পৌরসভার নির্বাচন নির্দিষ্ট সময়ে করার দাবিতে , তৃণমূল কংগ্রেসের নৈরাজ্য, সন্ত্রাসের প্রতিবাদে, চিট ফান্ডে অভিযুক্ত তৃণমূলী সাংসদ-নেতা-মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিশাল মিছিল বের হয়। উস্তি থেকে ঘোলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে মিছিল। মিছিলে সামনের সারিতে ছিলেন সুজন চক্রবর্তী, দীপক দাস, বাসন্তী কয়াল, আবুল হাসনাতসহ অন্যান্য নেতৃবৃন্দ। সুজন চক্রবর্তী বলেন, গ্রামে গ্রামে হাহাকার চলছে। দু’হাজার কোটি টাকা চিট ফান্ড সারদা গোষ্ঠী তুলেছে। আরও অনেক চিট ফান্ড সংস্থা রয়েছে। বামফ্রন্ট সরকার চিট ফান্ডের যে তদন্ত করছিল তৃণমূল ক্ষমতায় এসে তদন্ত ধামাচাপা দিয়েছে। গরিব মানুষের দরবারে এদের বিচার হতেই হবে। সার্বিক তদন্ত করতে হবে। ওরা বুঝে গেছে তাই পঞ্চায়েত, পৌরসভা নির্বাচন করতে চাইছে না। দু’বছরের মধ্যেই তৃণমূল সরকারের থেকে পরিত্রাণের রব উঠে গেছে। ওরা ভয় পাচ্ছে। আমরা বলছি নির্বাচন করতে হবে। মানুষকে ঐক্যবদ্ধ করেই প্রতিবাদ আন্দোলন জোরদার গড়ে তুলতে হবে।

MAMATA BRINGS NEW BILL TO CURB CHIT FUNDS IN WEST BENGAL


আইন কার জন্য?
(সম্পাদকীয়, গণশক্তি)

সাম্প্রতিক সারদা কেলেঙ্কারি এবং রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে অনেকগুলি প্রশ্ন উঠেছে। বিশেষত রাজ্য সরকারের আনতে চাওয়া নতুন আইন কতটা সদিচ্ছার ফসল তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সারদা কেলেঙ্কারির কয়েকদিন পরে গ্রেপ্তার হয়েছে ঐ সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন। রাজ্য সরকার এব্যাপারটির তদন্তের জন্য প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিশন গঠন করেছে। ক্ষতিগ্রস্ত আমানতকারীদের সাহায্যের জন্য তামাকজাত দ্রব্যের ওপর কর বসিয়ে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে। রাজ্যের চূড়ান্ত পদক্ষেপ হলো বামফ্রন্ট সরকারের তৈরি বিলকে রাষ্ট্রপতির কাছ থেকে ফিরিয়ে এনে নতুন বিল তৈরি। অতি দ্রুততার সঙ্গে আগামী ৩০শে এপ্রিল বিধানসভা ডেকে নতুন আইন প্রণয়ন করতে চলেছে রাজ্য। এরপর সেই বিল ফেরত এলে আইন কার্যকর করে আর্থিক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে দাবি করেছে রাজ্য সরকার। এই নতুন আইন কতদিনে স্বাক্ষরিত হবে তা কেউই জানে না। আগের বিলটি বাতিল হওয়ায় নতুন বিলটি সারদা গোষ্ঠীর ওপর প্রযোজ্য হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সারদা গোষ্ঠীকে এই আইনের হাত থেকে ছাড় দিতেই কি নতুন আইন তৈরি হচ্ছে? 

মুখ্যমন্ত্রীর দাবি বামফ্রন্ট সরকারের আমলে আনা আইনকে আরো কঠোর করতেই নতুন আইন তৈরি হতে চলেছে। বামফ্রন্টের আমলে তৈরি আইনে বেআইনী চিট ফান্ডের সম্পত্তি, হস্তান্তরিত করে দেওয়া সম্পত্তি ইত্যাদি আটক (অ্যাটাচ) করে জেলায় জেলায় বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত আদালতের মাধ্যমে তা বিক্রি করে ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। এর থেকে কঠোর আইন কি হতে পারে? বর্তমান বিলটিতে, যারাই আমানতকারীদের টাকা ভোগ করেছে তাদের ওপরই কোপ পড়তো। কিন্তু নতুন বিলের প্রস্তাবে এর থেকে বেশি কতটা এগোতে পারবে সরকার? বামফ্রন্টের আমলে বিলে জেলাশাসক এবং কমিশনারের ওপর ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছিলো। এক্ষেত্রে নতুনভাবে নিযুক্ত ইকনমিক অফেন্স উইং’র ডিরেক্টরের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। এরফলে কি তদন্ত প্রক্রিয়ায় শ্লথতা আসবে না? জেলায় জেলাশাসকের পক্ষে ব্যবস্থা গ্রহণ সহজ হতে পারতো।আটের দশকে সঞ্চয়িতা এবং নয়ের দশকে ওভারল্যান্ড বা ভেরোনার ক্ষেত্রে রাজ্য সরকার আদালতের রিসিভার বসিয়ে টাকা ফেরত দিয়েছে। আদালতের মাধ্যমে এই কাজ করলে নিরপেক্ষতা রক্ষা সম্ভব হয়। যেখানে সরকারের একটি প্রভাবশালী অংশ এই সারদা কে‍‌লেঙ্কারির সঙ্গে যুক্ত সেখানে এই মূল্যায়ন ও ক্ষতিপূরণ পদ্ধতিকে ত্রুটিমুক্ত রাখতে হবে। নাহলে নতুন কোন বেনিয়মের জন্ম দেবে সরকারের এই আইন। প্রণয়নের কাজ দ্রুততার সঙ্গে করার যদি সদিচ্ছা থাকতো তাহলে পুরানো আইনকে সংশোধন করা যেত। একেবারে নতুন আইন তৈরির প্রয়োজন হতো না। নতুন কোন আইনে পুরানো ফৌজদারি অপরাধের সাজা দেওয়া বা রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া সম্ভব নয়। ফৌজদারি অপরাধীদের শুধুমাত্র সেই সময়ের আইন দিয়ে শাস্তি দেওয়া সম্ভব। ফলে আইনগত দিক থেকে সারদা কেলেঙ্কারি নতুন আইনের আওতায় আনা হয়তো সম্ভব হবে না। সাধারণভাবে বোঝা যাচ্ছে সামান্য কয়েকটি সংশোধনের জন্য নতুন আইন তৈরির অর্থ প্রক্রিয়াকে আরো দেরি করানো। যার কোন প্রয়োজন ছিলো না। সিঙ্গুর নিয়ে নতুন আইন করে জটিলতা তৈরি করেছে রাজ্য সরকার। চিট ফান্ড নিয়ে নতুন আইন সেই রকম জটিলতাই সৃষ্টি করবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। সারদার মতো চিট ফান্ডগুলি শাস্তি পাওয়ার বদলে হয়তো রক্ষা পাবে সরকারের নতুন আইনে।

CBI ENQUIRY INTO SARADHA SCAM: সারদা কাণ্ডে সি বি আই তদন্তের দাবিতে সোচ্চার মহিলারা|


সারদা কাণ্ডে সি বি আই তদন্তের দাবিতে সোচ্চার মহিলারা|

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

পুরুলিয়া, ২৭শে এপ্রিল — পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পুরুলিয়া জেলা কমিটির ডাকে শনিবার চিট ফান্ডের আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরতের দাবিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পুরুলিয়া জুবিলী ময়দানে জেলা সমাবেশ হয়।

পুরুলিয়ার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। কাঠফাটা রোদ্দুরের মধ্যেই বেলা তিনটের সময় মহিলা সমিতির ফ্ল্যাগ-ফেস্টুন সহকারে এক বিশাল দৃপ্ত মিছিল পুরুলিয়া শহর পরিক্রমা করে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে এক সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পুরুলিয়া জেলা সম্পাদিকা সাম্যশান্তি মাহাতো, জেলার প্রবীণ মহিলা নেত্রী সাম্যপিয়ারী মাহাতো, পুরুলিয়ার সভাধিপতি বিলাসীবালা সহিস প্রমুখ। সভানেত্রী ছিলেন মহিলা সমিতির পুরুলিয়া জেলা সম্পাদিকামণ্ডলীর সদস্যা উমারানী বাউড়ি। মিছিল পোস্ট অফিস মোড়, চকবাজার, করণী ধর্মশালা মোড়, ওল্ড পুলিস লাইন, এম এস এ, বড়হাটের মোড় হয়ে ট্যাক্সি স্ট্যান্ডে সমাবেশ হয়। স্লোগান ও দাবিগুলি যথাক্রমে, অবিলম্বে পঞ্চায়েত নির্বাচন করতে হবে, চিট ফান্ডের সরকার আর নেই দরকার, চিট ফান্ডের সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সি বি আইকে দিয়ে সারদা কাণ্ডের তদন্ত করতে হবে, চিট ফান্ডের আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে, বিধবা-বার্ধক্য-অক্ষমভাতা সমেত অন্যান্য সরকারীভাতা নিয়মিত দিতে হবে, প্রতিদিন মহিলাদের উপর নির্যাতন বাড়ছে কেন মহিলা মুখ্যমন্ত্রী জবাব দাও, ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের হত্যার বিচারবিভাগীয় তদন্ত করতে হবে, মহিলাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, কৃষি ফসলের লাভজনক দাম দিতে হবে, দ্রব্যমূল্যবৃদ্ধি রোধ করতে হবে, সরকারী দপ্তরে শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে ইত্যাদি।

নেত্রীবৃন্দ বলেন, ২৩ মাসের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্য নারী নির্যাতনে প্রথম স্থান অধিকার করেছে এবং ধর্ষণে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় স্থানে। মহাজনী ঋণের দায়ে ফসলের লাভজনক দাম না পেয়ে রাজ্যে ৭৯জন কৃষক আত্মহত্যা করেছে। ছাত্রছাত্রী, শিক্ষক সমাজ সবাই আক্রান্ত। রাজ্যে অবাধে গণ-টোকাটুকি চলছে। হাজার-হাজার মানুষ এলাকা ছাড়া। রাজ্যে চিট ফান্ডের আমানতকারীরা টাকা ফেরত না পেয়ে সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা করছে। সারদা কাণ্ডের তদন্ত সি বি আই-কে দিয়ে করাতে হবে।

SUPREME COURT OF INDIA CAUTIONS AGAINST CHIT FUNDS


অসাধু ব্যবসার রমরমা, সেবি-কে দায়িত্ব সম্পর্কে সতর্ক করলো সুপ্রিম কোর্ট|

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

নয়াদিল্লি, ২৭শে এপ্রিল— অসাধু পদ্ধতির ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেবার ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (সেবি)-কে আর কঠোর হতে নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। আর্থিক ও মূলধনী বাজারে যথেষ্ট পরিমাণ প্রতারণা ও অসাধু কার্যকলাপ চলছে বলে আক্ষেপ করে দেশের শীর্ষ আদালত বলেছে বাজারের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সেবিকেই এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সেবি তার কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছে বলে ধরে নিতে হবে। একটি সংস্থার মামলায় সুপ্রিম কোর্টের এই নির্দেশ এমন সময়ে এসেছে যখন চিট ফান্ডের প্রতারণার বড় কেলেঙ্কারি সামনে এসেছে। প্রত্যক্ষভাবে সারদা গোষ্ঠী বা অন্য কোনো সংস্থার নাম না করলেও শীর্ষ আদালত বলেছে, আমানতকারী, বিনিয়োগকারীদের ঠকানোর ব্যবসা রমরমিয়ে চলছে। মূলধনী বাজারে প্রতারণা, বেনিয়মও হরবখত ঘটে চলেছে। বিনিয়োগকারীর পয়সায় কোম্পানি বেড়ে উঠছে অথচ বিনিয়োগকারীরা অসংগঠিত বলে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এঁদের সুরক্ষার দায়িত্ব সেবি’র। 

সুপ্রিম কোর্ট তালিকাভুক্ত কোম্পানি সম্পর্কেই এই মন্তব্য করলেও সেবির ভূমিকায় অসন্তোষই প্রতিফলিত হয়েছে। বাজারে অসাধু কাজ একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বলে শীর্ষ আদালতের মন্তব্য দেশের আর্থিক ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলির বেহাল অবস্থারই সমালোচনা। সেবি সম্পর্কে এই সমালোচনা অবশ্য বিভিন্ন মহল থেকেই উঠছে। সারদা কেলেঙ্কারিসহ চিট ফান্ডের অসাধু ব্যবসায়ে মাঝে মাঝে তালিকা তৈরি করা, কালেভদ্রে কোনো কোম্পানিকে নোটিস পাঠানো ছাড়া সেবি কার্যকর কোনো ব্যবস্থাই নিতে পারছে না। সেবি’র কাছে কোম্পানিগুলির সম্পর্কে অভিযোগ পাঠানো হলেও কালক্ষেপ করা হয় বলে অভিযোগ। 

শনিবার প্রধানমন্ত্রীও সারদা কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে বলেছেন, ‘বিপুল পরিমাণ লাভের প্রতিশ্রুতি দিয়ে অনুমোদন ছাড়াই আমানত সংগ্রহের এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই একটি বাক্যই খরচ করেছেন মনমোহন সিং। বহু দিন ধরেই এই কারবার চলছে, উদারনীতির সময়কালে তার রমরমা বেড়েছে। তাঁর সরকার এতোদিন কী ব্যবস্থা নিয়েছে, কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থাগুলি কী ভূমিকা পালন করেছে তা নিয়ে নীরবই ছিলেন প্রধানমন্ত্রী। 

ঘুম ভেঙেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকেরও। তাদের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠতে থাকায় শনিবার অর্থমন্ত্রক জানিয়েছে সেবি, রিজার্ভ ব্যাঙ্ক, আয়কর দপ্তর ও এনফোর্সমেন্ট ‘পনজি’ প্রকল্প এবং চিট ফান্ডগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে। সারদা গোষ্ঠীর বিরুদ্ধে বেআইনী অর্থ লেনদেন মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্পোরেট মন্ত্রকও এই গোষ্ঠীর বিভিন্ন আইন লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখছে। সারদা গোষ্ঠীসহ অনেক গোষ্ঠীই বেআইনীভাবে টাকা সংগ্রহ করেছে, এই টাকা অন্যত্র সরিয়েছে এবং স্থানীয় এজেন্ট নিয়োগ করে অর্থ সংগ্রহ করেছে বলে অর্থ মন্ত্রক জানিয়েছে। এই সব গোষ্ঠীর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে অর্থমন্ত্রক জানিয়েছে ২০১২-র জুলাইয়ে সব রাজ্যকে চিঠি লিখে আর্থিক পরিষেবা দপ্তর কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বৃদ্ধির কথা বলেছিল। ৩১টি কোম্পানির নথি খতিয়ে দেখার জন্য কোম্পানি বিষয়ক মন্ত্রক নির্দেশ দিয়েছিল। ২০১২-র জুলাই ও নভেম্বরে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকে কয়েকটি বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গে ৪২টি কোম্পানিকে সমস্ত তথ্য জমা দেবার জন্য নোটিস জারি করা হয়েছিল। অর্থমন্ত্রকের এই বিবৃতি থেকেও স্পষ্ট তদন্তের বিশেষ কোনো ফলাফল মেলেনি। দীর্ঘসূত্রতার কারণে সংস্থাগুলি রেহাই পেয়ে যাচ্ছে। 

অর্থমন্ত্রক জানিয়েছে সারদা গোষ্ঠীকে ২৩শে এপ্রিল সেবি নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে আমানতকারীদের প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত দিতে হবে। অন্যথায় কোম্পানির বিরুদ্ধে মামলা করা হবে। আসাম পুলিসের কাছ থেকে খবর পেয়ে এনফোর্সমেন্ট দপ্তর ৪টি মামলা রুজু করেছে ২৫শে এপ্রিল। সারদা গোষ্ঠীর গোটা কারবারই ধসে পড়ার পরে এ জাতীয় ব্যবস্থা নেওয়া ফলপ্রসূ কিনা, সে প্রশ্নও উঠছে।

TOWER GROUP OF COMPANIES


নিজের চিটফান্ড সম্পর্কে সাফাই দিতে গিয়ে সাংবাদিকদের বিক্ষোভের মুখে টাওয়ার কর্তা|

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

কলকাতা, ২৭শে এপ্রিল— সাংবাদিক সম্মেলন ডেকে নিজের সংস্থা সম্পর্কে সাফাই দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন টাওয়ার গ্রুপের কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায়। চিট ফান্ড কাণ্ড প্রকাশ্যে চলে আসায় আমানতকারীদের আশ্বস্ত করতে শনিবার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে টাওয়ার গ্রুপ। সাংবাদিক সম্মেলনে রামেন্দু চট্টোপাধ্যায় আমানতকারীদের টাকা ফেরতের প্রতিশ্রুতির কথা বলতেই ক্ষিপ্ত হয়ে উঠেন তাঁরই গ্রুপের ‘প্রাত্যহিক খবর’-এর কর্মীরা। প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্যেই প্রাপ্য টাকা ফেরতের দাবি তোলেন তাঁরা। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। পরিস্থিতি বেগতিক দেখে সাংবাদিক সম্মেলন অসমাপ্ত করেই প্রেস ক্লাব থেকে পালিয়ে যান তিনি।

তবুও হাল ছাড়েননি কর্মীরা। একরকম ধাক্কাধাক্কি অবস্থায় তাঁকে প্রেস ক্লাব ছাড়তে হয়। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। টাকা ফেরতের দাবিতে পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। পরে পুলিসের উপস্থিতি এবং বকেয়া বেতনের ব্যাপারে আগামী ৩০শে এপ্রিল বৈঠকের আশ্বাস দেওয়ায় রামেন্দু চট্টোপাধ্যায় ক্লাব চত্বর ছেড়ে চলে যান। ২০১০সালের জানুয়ারি মাসে টাওয়ার গ্রুপের বাংলা দৈনিক ‘প্রাত্যহিক খবর’ চালু হয়। আনুষ্ঠানিকভাবে কাগজটি প্রকাশিত হতে থাকে ঐ বছরের মে মাস থেকে। কাগজের কর্মীদের বক্তব্য, ‘২০১২সালের সেপ্টেম্বর মাস থেকেই মূলত বেতন অনিয়মিত হতে থাকে। চলতি বছরের মার্চ মাসে কাগজটি বন্ধ করে দেন রামেন্দু চট্টোপাধ্যায়। কাগজ বন্ধের আগে তিনি নোটিস দিয়ে জানিয়েছিলেন যে, শেষ দু’মাস এবং বাড়তি আরো একমাসের বেতন তিনি মিটিয়ে দেবেন কর্মীদের। এমনকি পি এফ-এর টাকাও মিটিয়ে দেওয়া হবে বলে লিখিত আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত পি এফ এবং বকেয়া বেতন তিনি দেননি।’

এদিনের ঘটনা ছাড়াও গতকাল লেনিন সরণির টাওয়ার গ্রুপের অফিস টাওয়ার ভবনে গিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। কর্মীদের অভিযোগ, বকেয়া বেতন পাওয়ার ব্যাপারে কথা বলতে গেলে তা শোনা হয়নি। উপরন্তু মারধর করা হয়েছে। পুলিস ডেকে কর্মীদের সেখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে মুচিপাড়া থানা এবং কলকাতা পুলিস কমিশনারকে অভিযোগ জানানো হয়েছে। এদিন বউবাজার থানাতেও আলাদা করে অভিযোগ জানানো হয়েছে। তিনি যেহেতু আগামী ৩০শে এপ্রিল কর্মীদের সঙ্গে বসবেন বলেছেন, তাই এই কয়েকদিন অপেক্ষা করা হবে। তাতে কোনো সমাধানের রাস্তা না পাওয়া গেলে আদালতের দ্বারস্থ হবেন কর্মীরা।

SARADHA GROUP[: মিথ‌্যা প্রতিশ্রুতি নয়, আমানতকারীদের টাকা ফেরানোর দাবিতে মিছিল বহরমপুরে|


মিথ‌্যা প্রতিশ্রুতি নয়, আমানতকারীদের টাকা ফেরানোর দাবিতে মিছিল বহরমপুরে|

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

বহরমপুর ২৭শে এপ্রিল— বিড়ি শ্রমিক হালেমা, তামেজাদের মতো বহু মানুষের তিলতিল করে জমানো টাকা আত্মসাৎ করে সারদার এজেন্ট বেপাত্তা। হরিহরপাড়া থানার সাহাজাদপুর গ্রামের মহিলাদের অভিযোগ, এই ঘটনার পর থেকে তাঁদের বাড়িতে জুটছে নানা গঞ্জনা। এমনকি প্রতারিত মহিলাদের অনেকে বাড়ির লোকের চাপে বাড়িছাড়াও হয়েছেন। শুক্রবার সকালে তাই বাধ্য হয়ে শাহাজাদপুরের প্রতারিত মহিলারা সারদার এজেন্ট জাকির হোসেন খানের বাড়িতে চড়াও হন। মানুষের এই ক্ষোভের আঁচ পেয়ে জাকির বাড়ি থেকে পালিয়ে যায়। ক্ষুব্ধ মানুষ সেই পরিবারের লোকজনকে আটকে রেখে টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকে। পরে হরিহরপাড়া থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গেলে তাঁরাও ঘেরাও হয়ে পড়েন। মানুষের সম্মিলিত ক্ষোভের কাছে পুলিস কার্যত অসহায় অবস্থায় পড়ে। শেষে অভিযুক্তদের গ্রেপ্তার ও টাকা ফেরতের প্রতিশ্রুতি পেয়ে প্রতারিত মানুষজন পুলিসকে ছেড়ে দেন।

শুধু সারদায় নয়, গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কিপট্রন ইন্ডাস্ট্রিজের এক পরিচালক শম্পা বিশ্বাসসহ ৬জন কর্মী। বহরমপুর পঞ্চাননতলার অফিস থেকে তাদের গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিস। এদিন অভিযুক্তদের বহরমপুর সি জি এম আদালতে তোলা হলে অভিযুক্তদের তিনদিনের পুলিসী হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বেশ কিছুদিন ধরেই এই সংস্থার দেওয়া চেক বাউন্স করছে বলে গ্রাহকরা অভিযোগ জানান।

এদিকে, শনিবার সারদা’র আমানতকারী ও এজেন্ট বাঁচাও কমিটির ব্যানারে বহরমপুরে পথে নামলো হাজার হাজার যুবক-যুবতী। তাঁদের একটাই দাবি, কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয় সরকারকে সমস্ত আমানতকারীর টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর যাদের জন্য আজ তাঁরা পথে বসেছেন তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিন বহরমপুর স্কোয়ার ফিল্ডে এক সংক্ষিপ্ত সভা থেকে তাঁরা তাঁদের এই দাবির সপক্ষে দুর্বার আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন তাঁরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন— তাঁদের প্রতিবাদ আন্দোলন যাতে সংগঠিত না হতে পারে তারজন্য পুলিস দিয়ে ভয় দেখিয়ে এই আন্দোলন দমনের চেষ্টা হচ্ছে। নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে যে, মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও যেভাবে এজেন্ট ও আমানতকারীরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধে আন্দোলন করছেন তা প্রশাসনকে চরম অস্বস্তিতে রেখেছে।

বহরমপুর কান্তনগরের অচিন্ত্য দাস এদিন অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী পাঁচশো কোটি টাকার তহবিল ঘোষণা করে আমাদের মুখ বন্ধের মিথ্যা চেষ্টা করছেন। কিন্তু তিনি ভালোভাবেই জানেন যে, সারদা কোম্পানি শুধুমাত্র আমার মতো গরিব মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। তাই তার এই পাঁচশো কোটি টাকার প্যকেজ ঘোষণা থুতু দিয়ে ছাতু ভেজানোর শামিল। তিনি বলেন, তৃণমূলের মন্ত্রী সাংসদরা এই ক’বছরে সারদা কোম্পানি থেকে যে পরিমাণ টাকা হাতিয়েছেন তা গ্রাহকদেরই জমানো টাকা। মুখ্যমন্ত্রী আগে সেই টাকা উদ্ধার করুন, তারপর না হয় অন্য কথা বলবেন। নানাভাবে এই ঘটনার দৃষ্টি যে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তা স্পষ্ট হয়েছে সারদার গ্রাহক-আমানতকারীদের কথাতেই। ভগবানগোলার এজেন্ট আব্দুল রহিম বললেন, মুখ্যমন্ত্রী আমাদের প্রতিবাদকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন আমরা নাকি সি পি আই (এম) বা কংগ্রেস দলের হয়ে এই আন্দোলন করছি। তাঁর এই মন্তব্য কোনোভাবেই সত্যি নয়। মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা আমাদের আন্দোলনের জেদ আরও বাড়িয়ে দিচ্ছে।

এদিকে এদিন বহরমপুর শহরে সম্বন্ধ গ্রুপ অব কোম্পানিজ নামে এক চিটফান্ড কোম্পানির এজেন্ট ও আমানতকারীরাও বহরমপুর শহরে মিছিল করেন। তাঁরা অভিযোগ করেন, পুলিসের কাছে বারবার বলা সত্ত্বেও তারা কিছুই করেনি। এই সুযোগে কোম্পানির লোকজন পাততাড়ি গুটিয়েছে। সংস্থার অন্যতম লিডার রাজেশ সিংহের বাড়ি লালগোলায়। তিনি ঘটনার পর থেকেই উধাও। তাঁর বাড়ি ঘিরেও দিন কয়েক আগে এজেন্টরা প্রতিবাদ জানান।

SARADHA GROUP WAS PATRONISED BY MAMATA BANERJEE


একদম বিশ্বাস করবেন না। সব মিথ্যা। সব সাজানো।

গণশক্তি

গোটরা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণবাটির বাসিন্দা আবদুস মুকিদ পেশায় গ্রামের কোয়াক ডাক্তার হলেও তিনি নিজে একজন তৃণমূল কর্মী। তাঁর বাবা, ভাই সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। আবদুল মুকিদ বৈদ্যর ভাই সাহিদ বৈদ্য গোটরা অঞ্চলের তৃণমূল সভাপতি। বাবা ভাইয়ের রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়েই গোটরা এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলে জমা দিয়েছেন সারদা গোষ্ঠীর ফান্ডে। এই মুহূর্তে তার ৬লক্ষ টাকা কোম্পানির ঘরে জমা পড়ে রয়েছে। ভয়ে বাড়ি ফিরতে পারছেন না তিনি। (সূত্র: গণশক্তি)

বসিরহাটের ২নং ব্লকের বাসিন্দা সারদা গোষ্ঠীর আর এক ডিও আবদুল্লা মণ্ডলও তৃণমূলের প্রভাবশালী নেতা। বসিরহাট উত্তরের তৃণমূলী বিধায়কও আবদুল্লার ঘনিষ্ঠ। গত বিধানসভা নির্বাচনে তিনিও তৃণমূলের হয়ে প্রচারে নেমেছিলেন সি পি আই (এম)কে হারাতে। লক্ষ লক্ষ টাকা খরচও করেছিলেন। (সূত্র: গণশক্তি)

স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সারদার এজেন্ট তরুণ মণ্ডল এবারের পঞ্চায়েত ভোটে ছিল সম্ভাব্য তৃণমূল প্রার্থী। ঠিক ছিল গ্রাম পঞ্চায়েতের ৭৬নম্বর বুথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এলাকার ক্ষুব্ধ মানুষ জানাচ্ছেন বেপাত্তা হয়েছে সেও। একই অঞ্চলের বাসিন্দা যশপাল সরকার তৃণমূল কর্মী। সেও নিখোঁজ। এঁরা সকলেই তৃণমূলের রাজ্যনেতা নারায়ণ গোস্বামীর ঘনিষ্ঠ। গ্রামের মানুষ জানাচ্ছেন শাসকদলের প্রভাব খাটিয়েই এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছিল তারা। (সূত্র: গণশক্তি)

বসিরহাটের মুনসির বাগানে সারদা গোষ্ঠীর দপ্তর ভাঙচুর করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। স্বরূপনগর ব্লকের হাকিমপুর হাই স্কুলের পরিচালন সমিতির সম্পাদক তৃণমূল নেতা কার্তিক ঘোষ এই ঘটনার পর থেকেই হয়েছে বেপাত্তা। সারদা গ্রুপের এজেন্ট ছিল সে। তার সঙ্গেই মনতোষ সরকার ও জয়ন্ত ঘোষ দুই সক্রিয় তৃণমূল কর্মী তথা সারদা গোষ্ঠীর এজেন্টও এখন ফেরার। (সূত্র: গণশক্তি)

হাওড়ার ডোমজুড় থানা এলাকার ভাণ্ডারদহ গ্রামের লস্করপাড়ার সালাম লস্কর নামে এক দর্জি শ্রমিক জানিয়েছেন, এজেন্ট দীপক পালের মাধ্যমে তাঁর স্ত্রী সাহানারা বেগমের নামে তিনটি পাসবই করেছিলেন। মোট ২৩৬০০টাকা জমা দিয়েছেন। এর মধ্যে দু’টি মে মাসে মেয়াদ পূরণ করে টাকা পাওয়ার কথা। কিন্তু এই ঘটনার পর থেকে এজেন্ট নিজেই সপরিবারে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে। প্রথমে সন্দেহ হয়েছিল। তখন সদ্য সরকারে এসেছে তৃণমূল কংগ্রেস। সন্দেহ প্রকাশ করায় তৃণমূল নেতা মুকুল রায়, রাজ্যের মন্ত্রী মদন মিত্ররা এই সংস্থার সঙ্গে যুক্ত বলে জানান দীপক। এমনকি সারদার দপ্তরে নিয়ে গিয়ে মদন মিত্র, মুকুল রায়দের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল ভাণ্ডারদহ মুখার্জিপাড়ার বাসিন্দা দীপক। তৃণমূলের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ও যে তাদের সংস্থার সাথে যুক্ত সেকথাও জানিয়েছিল দীপক। (সূত্র: গণশক্তি)

বারাসতের কদম্বগাছিতে প্রচুর জমি কিনে কারখানা বানিয়েছেন সুদীপ্ত সেন। জমি কেনার সময়ে এলাকার লোকদের চাকরির টোপ দিয়েছেন। কিন্তু কেউ চাকরি পাননি। কদম্বগাছির বাসিন্দা আবদুর রহিম বলছেন, চাকরি দেওয়ার নাম করে সুদীপ্ত সেন প্রচুর জমি দখল করেছিলেন। কিন্তু একজনও সেখানে চাকরি পায়নি। আমরা এই নিয়ে তৃণমূলের নেতা ও মন্ত্রীদের কাছে দাবি জানিয়েছিলাম। কিন্তু সারদার এক কর্তা এখন তৃণমূলের সংসদ সদস্য। তাই তৃণমূলের নেতাকর্মীরা আমাদের পাশে দাঁড়ায়নি। (সূত্র: বর্তমান)

নিউ ব্যারাকপুরের তৃণমূল পুরপ্রধান নির্মিকা বাগচি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সারদা গ্রুপে এজেন্ট হিসেবে ৬০ লক্ষ টাকারও বেশি তুলেছেন তিনি। পুরপ্রধান হওয়ার পরে তিনি বিভিন্ন প্রোমোটারকে দিয়ে ওই সংস্থায় লগ্নিও করিয়েছেন। বিরোধীদের অভিযোগ, ওই প্রোমোটারদের আবার পাল্টা নানা সুবিধা পাইয়ে দিয়েছেন পুরপ্রধান। (সূত্র: আনন্দবাজার পত্রিকা)

একই অভিযোগ শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর রঞ্জন শীলশর্মার বিরুদ্ধেও। এ দিন সেবক রোডে সারদা গোষ্ঠীর অফিসের সামনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে অবরোধ ও বিক্ষোভ করেন এজেন্ট ও আমানতকারীরা। অনেককে চেঁচিয়ে বলতে শোনা যায়, “টাকা জমা রাখার আগে এলাকার অনেক তৃণমূল নেতার সঙ্গে কথা বলেছিলাম। ওঁরা সারদা গ্রুপ পালাবে না বলে ভরসা দিয়েছিলেন। এখন নেতারা আমাদের দেখুন।” বিক্ষোভে ছিলেন রঞ্জনবাবুর নিজের এলাকা ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। রাস্তায় দাঁড়িয়ে তাঁদের বলতে শোনা যায়, “আমরা কাউন্সিলরের সঙ্গে পরামর্শ করেই অনেক কাজ করি। এ ক্ষেত্রেও আগে কথা বলেছিলাম। তার পরেও বিপদে পড়তে হল।” (সূত্র: আনন্দবাজার পত্রিকা)

বসিরহাটের টাকি রোডে থাকেন বেসরকারি এক জাহাজ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী নিমর্লকুমার রায় ও তার স্ত্রী ভারতীদেবী। চাকরি শেষে যে টাকা পেয়েছিলেন তা খরচ হয়েছিল মেয়ের বিয়ে ও বাড়ি তৈরিতে। সামান্য টাকায় সংসার চালানোর ফাঁকে আচমকাই তাঁরা ওই অর্থলগ্নি সংস্থার লোভনীয় প্রস্তাব পান। ২০০৯ সালের অগস্টে পঞ্চাশ হাজার টাকা এমআইএস করেন তিনি। পরে ২০১২ সালে নিজের নামে আরও এক লাখ টাকা রাখেন। কেন, নিছকই লোভ? নির্মলবাবু বলেন, “ওই সংস্থায় শাসক দলের অনেক নেতা জড়িত। অনেকেই ভরসা জুগিয়েছিলেন, টাকা মার যাওয়ার ভয় নেই। তাই টাকা দিয়েছিলাম।” (সূত্র: আনন্দবাজার পত্রিকা)

MAMATA WAS AWARE OF SARADHA GROUP: সারদার পিছনে তৃণমূল তা ভালোই জানতেন মুখ্যমন্ত্রী বললেন বিরোধী দলনেতা|


সারদার পিছনে তৃণমূল তা ভালোই জানতেন মুখ্যমন্ত্রী
বললেন বিরোধী দলনেতা|

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

কৃষ্ণনগর, ২৬শে এপ্রিল—সারদা গোষ্ঠীর চিট ফান্ড ব্যবসা চালানোর পিছনে তৃণমূল কংগ্রেসের কে বা কারা রয়েছেন, তাদের নাম প্রকাশ্যে আনুক রাজ্য সরকার। শুক্রবার এই দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এদিন কৃষ্ণনগর কালেক্টরেট সংলগ্ন প্রাঙ্গণে নদীয়া জেলা বামফ্রন্টের ডাকে বিক্ষোভ সমাবেশে মিশ্র বলেন, স্বাধীনোত্তরকালে পশ্চিমবাংলায় এত বড় কেলেঙ্কারি কখনও হয়নি। অথচ, রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবলেশহীনভাবে একের পর এক অসত্য তথ্য দিয়ে চলেছেন। এই কেলেঙ্কারির পেছনে শাসক দলের একের পর এক নেতা-মন্ত্রী রয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত দু’বছর ধরে সব কিছু ঘটছে। মুখ্যমন্ত্রী নিজে সব কিছু জানতেন। অথচ এখন উনি বলছেন, তিনি নাকি পয়লা বৈশাখের দিন শুনেছেন! ফলে এই রাজ্য সরকারের হাতে তদন্তের ফল কী হবে সহজেই অনুমান করা যাচ্ছে। আর, এজন্যই সারদা কাণ্ডের গোটা তদন্তভার সি বি আই-কে দিয়ে করাতে হবে। 

সূর্যকান্ত মিশ্র বলেন, অসাধারণ এক মুখ্যমন্ত্রীর রাজত্বে আমরা বাস করছি! একের পর এক সাজানো ঘটনা রাজ্যবাসীর কাছে হাজির করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বললেন, সারদা গোষ্ঠীর মালিক উত্তর ভারতে রয়েছেন। মানুষ এখন প্রশ্ন করছেন, তিনি যখন কিছুই জানেন না, তো এটা জানলেন কী করে যে সুদীপ্ত সেন উত্তর ভারতে রয়েছেন? এখন মূল প্রশ্ন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কমিশন গঠন করে সর্বস্বান্ত হওয়া মানুষগুলির পাওনাগণ্ডা পাওয়ার পথ বন্ধ করার তালে রয়েছে এই সরকার। 

তিনি বলেন, অতীতে খাদ্যাভাবের সময় এরাজ্যের জনগণ তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কাঁচকলা, মাইলো ভুট্টা ইত্যাদি খাওয়ার উপদেশের কথা শুনেছিলেন। কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ছাড়া আজ পর্যন্ত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণকে বেশি বেশি করে সিগারেট খেয়ে কোষাগার ভর্তির উপদেশ দিয়েছেন বলে শোনা যায়নি। 

মিশ্র এদিন বলেন, কোনো রকম তথ্য-প্রমাণ ছাড়াই আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রায় প্রতিটি ক্ষেত্রে আবোল তাবোল কথা বলার প্রশ্নে রেকর্ড সৃষ্টি করে চলেছেন। যখন যা খুশি তাই তিনি বলে যাচ্ছেন। তাঁরই রাজত্বে পুলিস হেফাজতে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তকে পিটিয়ে খুন করা হলো। তদন্ত করার ফুরসতটুকু পর্যন্ত তিনি দিতে রাজি নন। সাথে সাথেই বলে দিলেন, দুর্ঘটনাতেই সুদীপ্তর মৃত্যু হয়েছে। অথচ তথ্যপ্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে তাকে একরকম খুনই করা হয়েছে। তাই বামপন্থী প্রতিটি দল ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিচারবিভাগীয় তদন্ত চাওয়া হলো। কিন্তু মুখ্যমন্ত্রী তা মানতে রাজি নন। ৯ই এপ্রিল ওই ছাত্রনেতার খুনের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দিল্লিতে বিক্ষোভ দেখাতে গিয়ে অনভিপ্রেতভাবে রাজ্যের অর্থমন্ত্রীকে হেনস্তা করা হলো। সাথে সাথে ঘটনার নিন্দা করে বামপন্থী নেতৃবৃন্দ বিবৃতি দেন। দুঃখ প্রকাশও করেন। কিন্তু, সবাই দেখলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থী দলের প্রায় দেড় হাজার অফিস ভাঙচুর করা হলো। উন্মত্তের মত সে কাজ করলো তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী। একবারের জন্যও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী দুঃখ প্রকাশ করেছেন? 

পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গে মিশ্র বলেন, পঞ্চায়েত নির্বাচনকে বানচাল করতে এই সরকার উঠে পড়ে লেগেছে। সরকারীভাবে কী করে পঞ্চায়েত নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায় সেই ফন্দি-ফিকির চালানো হচ্ছে। 

এদিনের বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সুমিত দে। সভাপতি তাঁর ভাষণে বলেন, গোটা রাজ্যের সাথে সাথে নদীয়া জেলাতেও তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দৌরাত্ম্যে গণতান্ত্রিক শুভবুদ্ধিসম্পন্ন মানুষের নাভিশ্বাস ওঠার মত অবস্থা হয়েছে। একেবারে স্বৈরতান্ত্রিক কায়দায় রাজ্যের তৃণমূল নেত্রী ও দলের লোকজন মানুষের কন্ঠরোধ করতে চাইছে। এভাবে যদি তৃণমূল নেত্রী রাজ্য শাসন করতে চান, তাহলে বলা যেতে পারে যে এই অবস্থা খুব বেশিদিন রাজ্যের মানুষ মেনে নেবেন না। এর প্রতিকারে মানুষ পথে নেমে পড়লে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সামলাতে পারবেন না। 

সমাবেশে বক্তব্য রাখেন সি পি আই নেতা কার্তিক দাস, আর এস পি নেতা শঙ্কর সরকার, ফরওয়ার্ড ব্লক নেতা জয়ন্ত রায়, আর সি পি আই নেতা অসীম ঘোষ, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক নেতা শ্যামল কর্মকার, ডব্লিউ বি এস পি নেতা অসিত সাহা প্রমুখ।

KUNAL GHOSH AND DEBJANI MUKHERJEE: ‘চিট ফান্ড’ তদন্তে কেন্দ্রের ঢিলেমিতে প্রশ্নের মুখে রাজনীতির যোগাযোগও|


‘চিট ফান্ড’ তদন্তে কেন্দ্রের ঢিলেমিতে প্রশ্নের মুখে রাজনীতির যোগাযোগও|

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

নয়াদিল্লি, ২৭শে এপ্রিল- সারদা গোষ্ঠী কিভাবে ঘুরিয়েছে তা জানিয়েছে সেবি-ই। একাধিকবার প্রয়োজনীয় কাগজ দেখানোর বদলে পাঠিয়েছে বাক্স বাক্স বাজে কাগজ। কখনো আঠাশ বাক্স, কখনো বা ঊনিশ! 

গত ২৩তারিখ সারদার লেনদেন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি। তিন মাসের মধ্যে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে সারদার প্রধান সুদীপ্ত সেনকে। সেই নির্দেশনামাতেই জানানো হয়েছে সারদার তরফে তদন্ত বানচাল করার নানা কৌশলও। যেমন, গোষ্ঠীর কর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলে, এসেছেন কম্পিটারে তথ্য তোলার কাজে যুক্ত কর্মচারীরা। যাদের থেকে বিশদ তথ্য মেলার সম্ভাবনাই নেই।

২০১০সালের এপ্রিলে আসীন বামফ্রন্ট সরকারের থেকে বিভিন্ন সংস্থার বেআইনি ব্যবসার গুরুতর অভিযোগ পেয়েছিল সেবি। প্রশ্ন উঠছে, তারপর প্রায় তিন বছর কতটা সক্রিয় ছিল সেবি। সক্রিয়তা কতটা ছিল রিজার্ভ ব্যাঙ্ক বা কেন্দ্রেরই কর্পোরেট বিষয়ক মন্ত্রকের। 

মমতা ব্যানার্জির ভূমিকার কড়া সমালোচনার পাশাপাশি সেবি বা রিজার্ভ ব্যাঙ্কের ঢিলেমি নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কারণ, ২০০৯ কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছিলেন বামপন্থীরা। কংগ্রেসের তখন তৃণমূলের হাত ধরে পশ্চিমবঙ্গে বামপন্থীদের হারাতে নেমেছে। অবৈধ ব্যবসা চালানো সংস্থার থেকে টাকা তোলার অভিযোগ বারেবার উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিশেষত ২০১১সালে বিধানসভা ভোটের সময়। প্রশ্ন উঠছে, অবৈধ আর্থিক ব্যবসার সঙ্গে তৃণমূলের নিবিড় যোগাযোগ কি সেই কারণেই উপেক্ষিত থেকেছে? 

অর্থনীতিবিদ সি পি চন্দ্রশেখরের বক্তব্য, ডাকঘরের মতো প্রকল্পে সুদ কমানোর সিদ্ধান্তের সঙ্গে চিট ফান্ড ব্যবসার যেমন যোগ আছে। তেমনই, আর্থিক উদাকরণের নীতির ফলে বেসরকারী অস্বচ্ছ ব্যাঙ্কিং বেড়েছে সারা দেশে। সঙ্কট আরো বাড়ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। 

চলতি কথায় ‘চিট ফান্ড’র ফাঁদ রয়েছে দেশজুড়ে। আর্থিক ক্ষেত্রের নজরদারিতে কেন্দ্রের একগুচ্ছ প্রতিষ্ঠান দায়িত্বে থাকার পরও। ব্যাঙ্ক ছাড়া অন্য আর্থিক সংস্থাও আইন অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্কের নজরদারির আওতায় পড়ে। আবার, কিছু ব্যবসা শেয়ার বাজারে নিয়ন্ত্রক সংস্থা ‘সেবি’র আওতায়। কোনো সংস্থাকে ব্যবসায় নামতে গেলে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীন রেজিস্ট্রার অব কোম্পানিজ অনুমোদন নিতে হয়। উল্লেখ্য, ‘চিট ফান্ড’ খুললে সংশ্লিষ্ট আইন অনুযায়ী রাজ্য সরকারের অনুমোদন নিতে হয়। সারদা গোষ্ঠী তো একশোর বেশি সংস্থার অনুমোদন নিয়েছিল রেজিস্ট্রার অব কোম্পানিজ থেকে। অথচ, রাজ্য সরকারকে জানায়নি। 

চালু কথায় ‘চিট ফান্ড’ হলেও আইনের চোখে তা না-ও হতে পারে। ১৯৮২সালের চিট ফান্ড আইন পাস করেছিল কেন্দ্র। ‘চিট’ অর্থাৎ কাগজের টুকরো, যেখানে টাকা যে পেলো আর যে দিলো তাঁদের পারস্পরিক সম্মতি থাকে। টাকা তোলা হবে মূলত একটি গোষ্ঠীর থেকে। প্রতিদানও সীমাবদ্ধ সেই অংশের মধ্যেই। সেই আইন অনুযায়ী রাজ্য সরকারের অনুমোদন পেতে হবে ‘চিট ফান্ড’ খুলতে। 

রাজ্যে যে সংস্থাগুলি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিপুল টাকা তোলার ব্যবসায় অভিযুক্ত তারা কেউ রাজ্য সরকারকে জানিয়ে বা অনুমতি নিয়ে ব্যবসা শুরু করেনি। প্রশ্ন হলো, তা’হলে এদের ধরবে কে? 

বিপুল প্রতিদানের লোভ দেখিয়ে টাকা তোলার ব্যবসা হয় ধরা পড়লে তারা নিজেদের চিট ফান্ড হিসেবে স্বীকারই করে না। সংস্থাটি ‘চিট ফান্ড’ প্রমাণ না হলে ওই আইনে ব্যবস্থা নেওয়ারও সুযোগ থাকে না। তৃণমূলেরই ঝাড়খণ্ডের রাজ্যসভা সদস্য কে ডি সিংয়ের ১০হাজার কোটি টাকার গোষ্ঠী অ্যালকেমিস্ট। একাধিক ক্ষেত্রে তাদের বিনিয়োগ রয়েছে। কিন্তু, ভুয়ো জমির দলিল দেখিয়ে অথবা বিপুল প্রতিদানের লোভ দেখিয়ে জনগণের থেকে টাকা তোলার অভিযোগ তাদের বিরুদ্ধে জমা পড়ে রিজার্ভ ব্যাঙ্কে। হাত ঘুরে তদন্তের দায়িত্ব পায় এস এফ আই ও, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। গত অক্টোবরে তদন্ত শুরু করে এস এফ আই ও। আমানতকারীকে বহুগুণ দামী জমি অথবা ডিবেঞ্চার দেওয়ার ব্যবসা করতে হলে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি’র অনুমতি প্রয়োজন। সেই অনুমতি অ্যালকেমিস্টের নেই। এবার তদন্ত শুরু হতেই দিল্লি হাইকোর্টে চলে যায় অ্যালকেমিস্ট। সংস্থার দাবি, তারা চিট ফান্ড নয়। লেনদেন সংক্রান্ত সেবি’র অনুমোদনও প্রয়োজন নেই তাদের। আপাতত তদন্ত স্থগিত রেখেছে আদালত। 

একাধিক আইনের ফাঁক গলে ঘুরে বেড়িয়েছে সারদাও। বিপুল প্রতিদান দেওয়ার নামে জমি বা ফ্ল্যাটের প্রতিশ্রুতি অথবা ডিবেঞ্চারের কাগজ আমানতকারীর হাতে ধরানোর ব্যবসা পরিভাষায় ‘কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম’, সি আই এস। এক্ষেত্রে, সেবি-র অনুমোদন লাগবেই। কিন্তু, অনুমোদন না থাকায় প্রশ্ন তুলতে সেবি-কে সারদা বলেছিল তাদের ব্যবসা আসলে রিয়াল এস্টেটের। অর্থাৎ, জমি-বাড়ি-ফ্ল্যাট বানিয়ে বিক্রি করার। সারদা এমন আবাসন প্রকল্পের বিজ্ঞাপনও দিতো। সেবি-র সন্দেহ হয় এখানেই। খোঁজ নিয়ে তারা যা দেখে, মোদ্দা কথায়, তা হলো আমানতকারীদের যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা পালন করার মতো সম্পদ নেই সারদা গোষ্ঠীর।

কিন্তু, গত তিন বছর ধরে এ’টুকুই করে উঠতে পারলো কেন সেবি? কোনো ব্যবস্থা নিতে পারলো না কেন? রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, তৃণমূল সরকারকে বিভিন্ন সময়ে সতর্ক করা হয়েছিল। প্রশ্ন হলো, সেক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কতটা সক্রিয় ছিল। কেন্দ্রেরই রেজিস্ট্রার অব কোম্পানিজ-এ কেবল সারদার একশোর বেশি সংস্থা নাম নথিভুক্ত রয়েছে। তেমনই রয়েছে রোজভ্যালির। পর্যবেক্ষক মহলে প্রশ্ন, আর্থিক জালিয়াতির বিশেষ তদন্ত সংস্থা এস এফ আই ও-কে কেন নামানো হলো আমানতকারীদের সর্বনাশের পর। এই ধরনের ব্যবসায় নতুন আমানতকারীদের টাকা থেকেই আগের ধাপের আমানতকারীদের টাকা মেটানো হয়। পিরামিডের আকৃতির মতো এজেন্ট বাড়ানো এই ব্যবসার নিয়ম। ফলে, দেরির অর্থ আরো বেশি মানুষের জালে জড়িয়ে পড়া। 

২০০৯সালে লোকসভা ভোটে কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে বদল হয়। কেন্দ্রের সরকার তৃণমূল নিজেই আসীন। তারপর ২০১২পর্যন্ত কেন্দ্রে সরকারে আসীন তৃণমূল। প্রশ্ন উঠছে, তার সঙ্গে তদন্তে ঢিলেমির যোগ নেই তো? 


SARADHA AGENT COMMITS SUICIDE AGAIN: সারদায় টাকা রেখে সর্বস্বান্ত,আত্মঘাতী আরেক আমানতকারী


সারদায় টাকা রেখে সর্বস্বান্ত,আত্মঘাতী আরেক আমানতকারী

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

পুরুলিয়া, ২৭শে এপ্রিল—সারদায় গচ্ছিত টাকা ফেরত পাওয়ার কোনো আশা না দেখে আত্মঘাতী হলেন আরও এক আমানতকারী। পুরুলিয়ার বলরামপুরের বাসিন্দা তপন বিশ্বাস (৩৫) শুক্রবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। 

রাজ্যে চলতি চিট ফান্ড কাণ্ডে এখনও পর্যন্ত এজেন্ট ও আমানতকারী মিলিয়ে পাঁচজনের আত্মহত্যার ঘটনা ঘটে গেল। এর আগে গত ২০শে এপ্রিল দুর্গাপুরের মায়াবাজারের যাদব মাজি (৩৩), পরদিনই দক্ষিণ ২৪পরগনার বারুইপুরে এক আমানতকারী ঊর্মিলা প্রামাণিক ও সাগরের বাসিন্দা সীতারাম মণ্ডল নামে এক এজেন্ট আত্মহত্যা করেন। মহিলাসহ এই আত্মহত্যার পথে যেতে বাধ্য হওয়া এই তিনজনই সারদা চিট ফান্ডের সঙ্গে যুক্ত। সারদা ছাড়াও ‘সানমার্গ’ চিট ফান্ডেরও এক এজেন্ট গতকাল আত্মহত্যা করেন। বর্ধমানের গলসীতে আত্মহত্যাকারী যুবকের নাম শুভঙ্কর বিশ্বাস (২০)।

মেয়াদী ও স্থায়ী আমানত মিলিয়ে সারদা চিট ফান্ডে ৪লক্ষ টাকা গচ্ছিত রেখেছিলেন পেশায় চাঁদশী চিকিৎসক তপন বিশ্বাস। কষ্টের টাকা আমানত রেখে ‘যা গেছে, তা গেছে’ বলে মুখ্যমন্ত্রীর কথামতো উড়িয়ে দিতে পারেননি। সারা রাজ্যজুড়ে সারদা চিট ফান্ডের অবস্থা দেখে মানসিক অবসাদে ভুগছিলেন। তপন বিশ্বাসের দাদা শক্তিপদ বিশ্বাস জানিয়েছেন, ‘‘তার ভাইয়ের অকাল এই মৃত্যুর জন্য দায়ী সারদা গোষ্ঠী। সারদা কাণ্ডকারখানা দেখার পর থেকেই কথা বলা কমিয়ে দিয়েছিল। মানসিক অবসাদে ভুগছিল। চিট ফান্ড সংস্থার বিরুদ্ধে বলরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’ 

বলরামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার হাটতলায় বাড়ি তপন বিশ্বাসের। তাঁর দুই মেয়ে। বড় মেয়ে সুতপার বয়স ১১। তার থেকে ছয় বছরের ছোটো মেয়ে সুকৃতি। এই দুই মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই সারদায় টাকা জমাচ্ছিলেন তপন বিশ্বাস। মৃতের স্ত্রী পারুল বিশ্বাসের কথায়, ‘‘অনেক কষ্ট করে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে টাকা রাখছিলেন। এখন কীভাবে দুই মেয়েকে বড় করবো!’’ শুক্রবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরামর্শ ছিল, ‘‘প্যানিক হবেন না। আমাদের সরকার ছিল বলে মানুষ বেঁচে যাবেন।’’ আর এদিন তপন বিশ্বাসের বাড়ির সামনে জড়ো হওয়া মানুষের ভিড় থেকেই শোনা যাচ্ছিল, এই আত্মহত্যার জন্য দায়ী রাজ্য সরকারই। রাজ্যের মন্ত্রীদের মদতে বলরামপুরে তাদের ব্যবসা দিনের পর দিন বাড়িয়ে গেছে সারদা গোষ্ঠী। 

শুক্রবার রাতেও বিষণ্ণ মনে বাড়ি ফিরেছিলেন তপন বিশ্বাস। স্ত্রীকে রাতের খাবার দিতে বলে দোতলায় নিজের ঘরে চলে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে খাবার নিয়ে ঘরে ঢোকার সময়ই পারুল বিশ্বাসের চোখে পড়ে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে তপন বিশ্বাস ঝুলছেন। স্ত্রীর চিৎকারেই জড়ো হন বাড়ির লোকজন। কিন্তু তার আগেই সব শেষ। ‘‘লাভের আশায় টাকা রেখেছিলেন। সেখানে সর্বস্বান্ত হওয়াতেই এই আত্মহত্যা।’’ কাঁদতে কাঁদতে জানিয়েছেন পারুল বিশ্বাস।

শনিবার সদর হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের পর নিয়ে আসা হয় বলরামপুরের বাড়িতে। সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। সকলেরই কথা, এই মৃত্যুর ঘটনায় সারদা চিট ফান্ডের মতো দায় এড়াতে পারে না রাজ্য সরকার। জেলার পুলিস সুপার সি সুধাকর অবশ্য জানিয়েছেন, ‘‘বলরামপুর শহরে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে এই আত্মহত্যার সঙ্গে সারদা গোষ্ঠীর যোগ আছে কী না তা তদন্ত না করে বলা যাবে না।’’ বলরামপুর এলাকায় আরও অনেক মানুষ এই চিট ফান্ড গোষ্ঠীর প্রতারণার শিকার। ক্ষুব্ধ আমানতকারীদের ভয়ে আতঙ্কিত সারদা গোষ্ঠীর স্থানীয় এজেন্টরাও।

NEW BILL TO CURB CHIT FUNDS IN WEST BENGAL: বামফ্রন্টের বিলকে অনুকরণ করেই আসছে নতুন বিল তাহলে কেন সময় নষ্ট, উঠছে প্রশ্ন


বামফ্রন্টের বিলকে অনুকরণ করেই আসছে নতুন বিল তাহলে কেন সময় নষ্ট, উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি,গণশক্তি

কলকাতা, ২৭শে এপ্রিল— আগের বিলের থেকে কোনো বড় পরিবর্তন ছাড়াই বেআইনী চিট ফান্ড রুখতে নতুন আইনের বিল তৈরি করেছে তৃণমূল সরকার। আগামী মঙ্গলবার বিধানসভায় পেশ করার জন্য তৈরি করা এই নতুন বিলে রাজ্যপালের সম্মতি আদায় করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু ২০০৯ সালে বিধানসভায় পাস হওয়া বিলের থেকে নতুন বিলে উল্লেখযোগ্য বড় কোনো পরিবর্তনই লক্ষ্য করা যাচ্ছে না। বেআইনী চিট ফান্ডের সঙ্গে জড়িতদের অপরাধ নির্ধারণ, বিচারস্থল বা আদালত নির্ধারণ, শাস্তিপ্রদান, সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের ক্ষতিপূরণ প্রক্রিয়া, ইত্যাদি গুরুত্বপূর্ণ সব বিষয়ে কার্যত বামফ্রন্ট সরকারের আমলের বিলটির অবিকল অনুকরণ করা হয়েছে নতুন বিলে। এসব ক্ষেত্রে দুটি বিলের বাক্য, শব্দ, অক্ষর, সবকিছুই হুবহু এক।

এবং অবশ্যই সকলের আগ্রহের কেন্দ্র বিন্দুতে থাকা সারদা গোষ্ঠীর কর্ণধারসহ সংশ্লিষ্টদের শাস্তির বিষয়টিতেও মূষিক প্রসব করেছে মমতা ব্যানার্জির সরকারের নতুন বিল। না, পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি যতই ‘রেট্রোস্পেকটিভ এফেক্ট’ দেওয়ার অস্বাভাবিক দাবি করুন না কেন, সুদীপ্ত সেনসহ সারদাকাণ্ডে জড়িত কোনো অপরাধীর শাস্তিদানের সুযোগ দেওয়া নেই নতুন বিলে। কেবলমাত্র সারদাগোষ্ঠীর সম্পত্তি আটক করে ক্ষতিপূরণের বিষয়টি নতুন আইনমাফিক হতে পারে।

নতুন বিলের এই সামান্য কিছু পরিবর্তন দেখে আইন বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য নতুন বিল এনে সময় নষ্ট করার দরকার কী ছিলো? এটা তো পুরনো বিলটিকে আইনে পরিণত করে পরবর্তী যে কোনো সময়ে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী করে নিলেই হতো! 

বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আবদুল হালিম দুটি বিল দেখে বলেছেন, আগের থেকে কঠোর আইনের কথা বলে অযথা সময় নষ্ট করলো সরকার। লোকের চোখে ধুলো দেওয়া ছাড়া নতুন বিল আনার অন্য কোনো উদ্দেশ্য নেই। 

কী বলা আছে নতুন বিলে? নতুন কী যুক্ত করা হয়েছে আইন কঠোরতর করার নামে?

২০০৯ সালের পাস হওয়া বিলে রাজ্য সরকার একটি কম্পিটেন্ট অথরিটি বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ গঠনের কথা বলেছিলো যা আর্থিক সংস্থাগুলির ওপরে নজরদারি করবে। নতুন বিলেও সেই একই কথা বলা আছে, আগের বিলে জেলার কালেক্টরেটদের (জেলাশাসক, কলকাতায় পুলিস কমিশনার) শীর্ষে বসানোর কথা বলা হয়েছিলো, নতুন বিলে সরকার ‘ডিরেকটর অব ইকোনমিক অফেন্সেস’ নামের বিশেষ অফিসার বসাবে বলেছে। অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহের এবং তা ফেরত না দেওয়ার যে যে ধরনের কাজকে ২০০৯ সালের বিলে ‘অপরাধ’ বলে চিহ্নিত করা হয়েছিলো, নতুন বিলেও তাই করা হয়েছে। নজরদারির জন্য যে অধিকার সরকারী কর্তৃপক্ষকে আগের বিলে দেওয়া হয়েছিলো, নতুন বিলে তার সঙ্গে যুক্ত করা হয়েছে আর্থিক সংস্থার অফিসে বা অন্যত্র তল্লাশি চালানোর অধিকারকে। এই তল্লাশি পর্বে সরকারী দায়িত্বপ্রাপ্ত অফিসাররা বেআইনী কাজ হচ্ছে মনে করলে সংস্থার খাতাপত্র এবং সম্পত্তি সাময়িক আটক করতে পারবে, আদালতে পেশ করে সম্পত্তির মালিকানা অথবা পরিচালন দায়িত্ব কেড়ে নিতে (কনফিসকেট) পারবে। এই অংশটি নতুন। 

কিন্তু কোন আদালতে বিচার হবে? বামফ্রন্ট সরকারের বিলে বিশেষ ডেজিগনেটেড কোর্টের কথা বলা ছিলো। পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি গত কয়েকদিন ধরে বলছিলেন, ‘বামফ্রন্ট সরকার যথেষ্ট কড়া ব্যবস্থা রাখেনি, কেন্দ্রীয় সরকার স্পেশাল কোর্টে বিচারের জন্য বলেছিলো।’ কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন বিলেও ডেজিগনেটেড কোর্টের কথাই বলা আছে, স্পেশাল কোর্ট নয়। কারণ রাজ্যজুড়ে এত বেশি সংখ্যক স্পেশাল কোর্টের ব্যবস্থা করা রাজ্য সরকারের পক্ষে বাস্তবে অসম্ভব। 

বামফ্রন্ট সরকারের বিলে বেআইনী কাজে যুক্ত আর্থিক সংস্থার সম্পত্তি আটক করে ডেজিগনেটেড কোর্টের অনুমোদনে তা বিক্রি করে ক্ষতিপূরণের যে ব্যবস্থা ছিলো নতুন বিলেও সেই ব্যবস্থাই রয়েছে। সংস্থার কাছে আমানতকারীদের প্রাপ্যের পরিমাণ যদি সংস্থার আটক সম্পত্তির থেকে বেশি হয়, তাহলে হস্তান্তরিত সম্পত্তিও আটক করার যে ব্যবস্থা ছিলো, নতুন বিলেও তাই আছে। সংস্থা মালিকের ব্যক্তিগত সম্পত্তি, সংস্থার অংশীদার, ডিরেকটর, ম্যানেজার, কর্মচারী, এবং অন্যান্য যারা সংস্থার পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের সম্পত্তি আটক করে বিক্রির সংস্থানও আগের বিলের মতোই হুবহু একই রাখা আছে নতুন বিলে। অপরাধীর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির বিষয়টিও হুবহু এক। শুধুমাত্র আদালতের কাজের সময়সীমাকে এক বছর থেকে কমিয়ে ৬মাস করা হচ্ছে, যার মধ্যে আটক সম্পত্তি সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি করা হবে।

এই সামান্য পরিবর্তনের জন্য নতুন বিল কি খুব জরুরী ছিলো? পুরনো বিলটির সামান্য সংশোধনীতেই তো সরকারের উদ্দেশ্যসাধন হতে পারতো! কালক্ষেপে নতুন আইনে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি থেকে রেহাই পেয়ে যাবেন না সুদীপ্ত সেনরা? নতুন বিলে রেট্রোস্পেকটিভ এফেক্টের কী হলো? বিলের ১৩ নম্বর ধারায় স্পষ্ট লেখা আছে, নতুন আইনটির কোনো ধারা আইনটি কার্যকরী হওয়ার আগেই আদালতে বিচার শুরু হয়ে গেছে এরকম কোনো মোকদ্দমায় প্রযোজ্য হবে না।

পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জির দাবি, নতুন বিলে এমন ব্যবস্থা করা আছে, যাতে সারদাগোষ্ঠীর লোকজন এবং আরো পুরনো অপরাধীরাও ছাড় না পেয়ে যায়? 

কি সেই ব্যবস্থা? বিলের ২২ নম্বর ধারায় বলা হয়েছে, যদি নতুন এই আইনটি কার্যকরী হওয়ার আগেই কমিশন অব ইনক্যুয়ারি অ্যাকট্‌ (১৯৫২)-র ৩নম্বর ধারা অনুসারে গঠিত কোনো কমিশন (অর্থাৎ শ্যামল সেনের নেতৃত্বাধীন কমিশন) আইনটি কার্যকরী হওয়ার পরে সরকারের কাছে আর্থিক সংস্থাগুলির অপরাধ নিয়ে কোনো রিপোর্ট দেয়, তাহলে সম্পত্তি আটক বা দখল করার বিষয়ে এই আইনটি ব্যবহার করা যাবে।

অর্থাৎ সম্পত্তি আটকের বিষয়ে নতুন আইন প্রয়োগের সুযোগ রাখা হলেও শাস্তিদানের ক্ষেত্রে নতুন আইন প্রয়োগের কোনো সুযোগই নেই।